আমাদের কথা খুঁজে নিন

   

অস্কারজয়ী চলচ্চিত্রগুলো: পর্ব ২

বুকের ভেতর বহু দূরের পথ...
বেশ আগে থেকেই অস্কারজয়ী মুভিগুলো টানা দেখে ফেলার একটা ইচ্ছে ছিলো। ভেবিছিলাম একদম ১৯২৯ সাল থেকে সিরিয়ালি দেখা শুরু করে নিয়মিত পোস্ট দিবো। কিন্তু প্রতিবারই কয়েকটি মুভি দেখার পর বিরতি পড়ে যেত। আর মুভিগুলোও সিরিয়ালি দেখা হতোনা । তাই পোস্টও দিলাম ইচ্ছেমতো, কোন সিরিয়াল মেইনটেইন না করেই।

এভাবেই দেখি কতদূর যাওয়া যায়... অস্কারজয়ী ৫টি মুভি নিয়ে আজ থাকছে ২য় পর্ব- The Apartment (1960) Directed by Billy Wilder নিজের চাকরি বাঁচাতে এক ব্যাচেলর প্রতিদিন অফিস শেষে তার উর্ধস্তন কর্মকর্তাদের ভোগবিলাসের জন্য নিজের অ্যাপার্টমেন্টটি ছেড়ে দেয়। ভোগান্তির পাশাপাশি ঘটতে থাকে মজার সব ঘটনা। একদিন এরই মাঝে পায় সে ভালোবাসার ডাক। সর্বকালের সেরা রোমান্টি-কমেডি মুভির যেকোন তালিকায় বিলি ওয়াইল্ডার পরিচালিত এ মুভিটির নাম থাকবেই। দি অ্যাপার্টমেন্ট আমার খুব প্রিয় মুভি ।

আইএমডিবি রেটিং টাও ভালো । ৮.৪। আজকাল এত প্রাণবন্ত রোমান্টিক সিনমো দেখাই যায়না। সেক্স ছাড়াও যে সুন্দর রোমান্টিক মুভি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ দি অ্যাপার্টমেন্ট। আরও আছে রোমান হলিডে, ক্যাসাব্ল্যাঙ্কা, ইট হ্যাপেনড ওয়ান নাইট........... ।

মুভিটি ৫টি বিভাগে অস্কার জিতে নেয়। Ordinary People (1980) Directed by Robert Redford আমেরিকার উচ্চমধ্যবিত্ত একটি পরিবারের তিনজন সদস্যের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবর্তিত হয়েছে রবার্ট রেডফোর্ড পরিচালিত প্রথম মুভি অর্ডিনারি পিপল । একটি নৌদুর্ঘটনায় সন্তান হারানো এক দম্পতি ও তাদের অপর সন্তানের মধ্যে গড়ে উঠে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব । পরিবারের তিনজন সদস্য একটা পর্যায়ে যেনো হয়ে যান ভিন্ন ভিন্ন জগতের মানুষ। খুবই বাস্তবসম্মত ও জীবনঘনিষ্ঠ চিত্রনাট্য চলচ্চিত্রটিকে দিয়েছে একটি অন্য রকম মাত্রা।

মুভিটি এককথায় An Emotional Powerhouse। মোট ৪টি বিভাগে চলচ্চিত্রটি অস্কার পায়। Marty (1955) Directed by Delbert Mann মার্টি সাদাসিদা ভালো মনের কিন্তু কুৎসিত দেখতে একজন মানুষের গল্প। মার্টি বুড়িয়ে যাচ্ছে তিন্তু তার বিয়ে হচ্ছেনা। এ নিয়ে তার মা আর বন্ধু-বান্ধবের দুশ্চিন্তার অন্ত নেই।

মার্টি তার শারীরিক অক্ষমতা নিয়ে হীনমন্যতায় ভুগে। খুঁজে পায়না মনের মত কাউকে যাকে জীবনসঙ্গিনী করা যায়। কিন্তু যখন সে তার মনের মানুষটিকে খুঁজে পায় তখন তার বিপক্ষে চলে যায় মা ও বন্ধুরা। মুভিটিতে পারিবারিক জীবনের এমন কিছু মনস্তাত্ত্বিক বিষয় উঠে এসেছে যা যেকোন দেশের পরিবারের জন্য খুবই সত্য। বিশেষ করে আমাদের দেশে তো বটেই।

৪টি অস্কারসহ মুভিটি কান চলচ্চিত্র উৎসবে পাম ডি ওর ও জিতে নেয়। The English Patient (1996) Directed by Anthony Minghella ভালোবাসার কাছে দেশ, যুদ্ধ, সীমারেখা, সততা সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ ট্রু লাভগুলো শেষ পর্যন্ত কেন জানি ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়। The English Patient ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি মাস্ট সী মাস্টার পীস রোমান্টিক মুভি! এ মুভিটি জুড়ে আমার কেবল মুগ্ধতা আর মুগ্ধতা। দেখার পর মনটাও খুব খারাপ হয়েছিলো।

আমার খুব প্রিয় দু'জন অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন- রালফ ফিনস আর জুলিয়েট বিনোশে। ৯টি বিভাগে অস্কারজয়ী এ মুভিটি নিয়ে আলাদা একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে। You Can't Take It With You (1938) Directed by Frank Capra ও ভাই..এত ব্যস্ত থেকে কী লাভ? এত ঐশ্বর্য-প্রতিপত্তি দিয়েই বা কী করবেন? মরে গেলেই তো সব শেষ। You cant take it with u...u never can আরেকটি ফ্রাঙ্ক কাপরা ক্লাসিক এবং মাস্ট সী মাস্টার পীস রোমান্টিক-কমেডি। এ চলচ্চিত্রটি কাপরাকে ৫ বছরের মধ্যে তৃতীয় অস্কারটি জিতিয়ে দেয়! (It Happened One Night in 1934, Mr. Deeds Goes to Town in 1936) মুভিটির দারুন হিউমার সমৃদ্ধ সংলাপ দর্শককে অবশ্যই ভাবাবে।

সিনেমায় কমেডি আর নাটুকেপনার মধ্য থেকেই বের হয়ে আসে জীবনের নানা দিক। অভিনয়ে আছেন জেমস স্টুয়ার্ট মুভিটি দু'টি বিভাগে অস্কার জিতে নেয়। অস্কারজয়ী চলচ্চিত্রগুলো: পর্ব ১ আমার মুভিবিষয়ক যত পোস্ট সবাইকে নূতন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ২০১১ সবার জন্য আনন্দময় হোক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।