...........
হলিউডি গুরুস্থানীয় চিত্রনির্মাতা ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু পিপল’-এর আবহসংগীত তৈরি করছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমান। খবর হিন্দুস্তান টাইমস-এর।
ইতোমধ্যেই চিত্রনাট্যকার অ্যালেক্স কার্টজম্যানকে সঙ্গে নিয়ে ছবিটির সাউন্ডট্র্যাকের কাজ শেষ করেছেন রেহমান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, সম্প্রতি ছবিটির সাউন্ডট্র্যাকের কাজ শেষ করেছি। হলিউডের শীর্ষস্থানীয় চিত্রনাট্যকারদের মধ্যে একজন হলেন কার্টজম্যান।
তার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। আর স্পিলবার্গের মতো নির্মাতার ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ¡সিত আমি। ’
উল্লেখ্য, এর আগে ‘মিশন ইম্পসিবল ৩, ট্রান্সফরমার্স, স্টার ট্রেক, কাউবয়েজ অ্যান্ড এলিয়েনস’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবির চিত্রনাট্য লিখেছেন কার্টজম্যান। এবার রবার্টো অর্কি এবং জোডি ল্যাম্বার্টকে সঙ্গে নিয়ে স্পিলবার্গের নতুন ছবির চিত্রনাট্যও লিখলেন তিনি।
ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন অলিভিয়া ওয়াইল্ড, এলিজাবেথ ব্যাংকস, মিশেল ফাইফার, ক্রিস পাইন এবং মার্ক ডুপলাস।
আগামি বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে বলেই জানিয়েছেন এ আর রেহমান।
হলিউডি গুরুস্থানীয় চিত্রনির্মাতা ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু পিপল’-এর আবহসংগীত তৈরি করছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমান। খবর হিন্দুস্তান টাইমস-এর।
ইতোমধ্যেই চিত্রনাট্যকার অ্যালেক্স কার্টজম্যানকে সঙ্গে নিয়ে ছবিটির সাউন্ডট্র্যাকের কাজ শেষ করেছেন রেহমান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, সম্প্রতি ছবিটির সাউন্ডট্র্যাকের কাজ শেষ করেছি।
হলিউডের শীর্ষস্থানীয় চিত্রনাট্যকারদের মধ্যে একজন হলেন কার্টজম্যান। তার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। আর স্পিলবার্গের মতো নির্মাতার ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ¡সিত আমি। ’
উল্লেখ্য, এর আগে ‘মিশন ইম্পসিবল ৩, ট্রান্সফরমার্স, স্টার ট্রেক, কাউবয়েজ অ্যান্ড এলিয়েনস’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবির চিত্রনাট্য লিখেছেন কার্টজম্যান। এবার রবার্টো অর্কি এবং জোডি ল্যাম্বার্টকে সঙ্গে নিয়ে স্পিলবার্গের নতুন ছবির চিত্রনাট্যও লিখলেন তিনি।
ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন অলিভিয়া ওয়াইল্ড, এলিজাবেথ ব্যাংকস, মিশেল ফাইফার, ক্রিস পাইন এবং মার্ক ডুপলাস। আগামি বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে বলেই জানিয়েছেন এ আর রেহমান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।