আমাদের কথা খুঁজে নিন

   

বিল-বোর্ড টাঙিয়ে উন্নয়ন প্রচার করা আর দারিদ্রের সাথে তামাশা করা একই কথা!

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg

'কোটি টাকার বিল-বোর্ডে নগরী ঢাকা পড়ে গেছে। ' অথচ...। • দেশে আজও লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে। এই ঈদেও হয়তো তাঁদের ঘরে ভাত রান্না হবেনা। • ভাঙা রাস্তা এবং পর্যাপ্ত যানবাহনের অভাবে ঈদে ঘরে ফেরা মানুষরা চরম ভোগান্তিতে পড়বে।

•রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ঈদের আনন্দ অনিশ্চিৎ। এগুলো দেশের বর্তমান আলোচিত সমস্যা। এছাড়াও আরও শত-শত, হাজার-হাজার সমস্যায় জর্জরিত দেশ। •বিদ্যুৎ নাই। •পানি নাই।

•গ্যাস নাই। •আর্সেনিক দুষনের ঝুকিতে দেশের প্রায় এক কোটি মানুষ। •যানজট। ইত্যাদি,ইত্যাদি। আওয়ামিলীগ সরকার নিজেদের সাধারণ মানুষের সরকার দাবী করে।

(রাজপুত্র জয় নাকি একবার তাঁর গাড়ি বিক্রী করে দরিদ্র এক ছাত্রকে সাহায্য করেছিল! এই কথা শুনে আমাদের প্রধানমন্ত্রী তাঁর পুত্রকে শান্তনা দিয়ে বলেছিল " চিন্তা করোনা বাবা, যখনি কোন বিপদে পড়বে তখনি আমাদের রসুল (সঃ) জীবনি পড়বে। " এটা শুনতে যদিও রুপকথার গল্পের মত মনে হয়! তবুও আমরা মনে প্রানে কামনা করি রুপকথার গল্পটা যেন সত্যি হয়। ) আমাদের প্রশ্ন হল এই হাজার-হাজার বিল-বোর্ড সাঁটাতে যে অর্থের প্রয়োজন হয়েছে। সেই অর্থের জোগান দিয়েছে কে? তা কি সরকারী কোষাগার থেকে ব্যয় করা হয়েছে? নাকি কারো ব্যক্তিগত উদ্যেগ? আমরা তা জানিনা। এই অর্থের জোগান যেখান থেকেই আসুক যেভাবেই আসুক, সেটা যে নিছক অপচয় তা যে কেউ বুঝতে পারবে।

যেখানে দেশের ৫০ ভাগ মানুষের উপর দরিদ্র সেখানে উন্নয়নের প্রচারনা করে শত কোটি টাকা অর্থের অপচয় দারিদ্রতার সাথে তামাসা ছাড়া আর কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তা আমরা জানি। আমরাতো এই দেশের জনগণ। আমরা জানবনা কে জানবে? আমরা প্রতিনিয়তই সেই উন্নয়নে বাস করছি।

উন্নয়নে খাই। উন্নয়নে ঘুমাই। উন্নয়নে হাগু করি। সেটাতো আমাদেরকে পয়সা খরচ করে পোষ্টার টাঙিয়ে দেখাতে হবেনা। অনেক হয়েছে।

এবার খান্ত দেন। এত উন্নয়ন আমরা আর হজম করতে পারছিনা। দরকার হলে আপনি আপনার উন্নয়ন ফেরত নিয়ে যান। তবুও আমাদের চোখ দুইটাকে। কান দুইটাকে একটু শান্তি দেন।

জয় বাংলা। ঠেলা সামলা। (শাহজাহান আহমেদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.