একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. শাহরিয়ার নাফিস
৪. মুশফিক রহিম
৫. সাকিব আল হাসান
৬. নাইম ইসলাম
৭. অলক কাপালি
৮. সোহরাওর্য়াদী শুভ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. আব্দুর রাজ্জাক
১১. শফিউল ইসলাম
স্ট্যান্ড বাইঃ
১২. রুবেল
১৩. মাহমুদুল্লাহ রিয়াদ
১৪. জুনায়েদ সিদ্দিক
১৫. এই জায়গায় কাকে দেয়া যায়?
-------------------------------------------------------------------------
এর আগে অবিবেচক নির্বাচকের সেরা একাদশের দলে মুশফিক এবং কাপালী ছিলো না! মুশফিককে বাদ দেয়া হয়েছিলো তার টানা বাজে ব্যাটিং এর কারনে। কিন্তু এবার প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে ৮৭*, ৭৭* ৮০ এবং ৮০ রান করেছে। তিন অথবা চার নম্বরে ব্যাট করে এই রান সে পেয়েছে এবং পত্রিকায় সে বলেছে তার মুভমেন্ট এ যে সকল সমস্যা ছিলো সেগুলো কিছুটা সুধরে নিয়েছে। সাধারনত ছোটো ছোটো ভুলের কারণেই ব্যাটসম্যানেরা আউট হয়ে যায়। তামিম ইকবাল তার ক্যারিয়ারের শুরুর দিকে কিছু ছোটো ছোটো ভুল করতো, যার ফলে সে বড় ধরনের ইনিংস খেলতে পারতো না।
কিন্তু আমরা দেখেছি তামিম তার চেষ্টায় বিশ্বমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বে জায়গা করে নিয়েছে। সুতরাং আমাদের দলের আরও অনেকের পক্ষেই সম্ভব। আপাতত মুশফিকের বিকল্পও সম্ভব নয়! মুশফিককে বাদ দেয়াটা কাল্পনিক পর্যায়ে চলে যেতে পারে।
দলে ৭ নং এ অলক কাপালিকে নামানোর যুক্তি হলো আমাদের পাওয়ার প্লে খেলার মতো ব্যাটসম্যান নেই। কাপালিকে যদি বলা হয় যে তুমি তোমার মতো হাত খুলে এই বিশ্বাকাপটা খেলো তবে আমার মনে হয় কাপালির ভেতর একধরনের লুকানো শক্তি কাজ করবে যেটা আইসিএল এ আমরা দেখেছিলাম।
২০-২০ ম্যাচে কাপালির গড় ৬০+ ছিলো যা সত্যিই অবাক করেছিলো সবাইকে। তার চেয়েও বড় হলো তার বিখ্যাত শট গুলো...
আর নাফিসের কথা নতুন করে বলার কিছু নেই। একসময় ব্যাটিং এ মূল ভরসাই ছিলো নাফিস। আর এখন সে জুনায়েদের মতো খেলোয়ারের জন্য দলে জায়গা পায় না!! সত্যিই দুঃখজনক। জুনায়েদের মতো সুযোগ নাফিস পেলে বাংলাদেশের টপ ওর্ডারটা বিশ্বের সেরা টপ ওর্ডার হতে পারতো....
বিঃ দ্রঃ সেরা একাদশটি মূলত স্পিন নির্ভর ।
যদি দলে পেস এটাক বাড়ানো প্রয়োজন হয়, মানে তিন জন পেসার নিয়ে খেলতে হয় তবে শুধু সোহরাওয়ার্দী শুভর জায়গায় রুবেল আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।