আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার কমিশন কি সন্ত্রাসীদের অধিকার আদায়ে ব্যাস্ত .....???

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..

(বিঃদ্রঃ: পোস্ট সম্পূর্ন পড়ে মন্তব্য করবেন বা মাইনাস প্লাস দিবেন ) বাংলাদেশের মানবাধিকার সংস্থা কি সন্ত্রাসীদের অধিকার আদায়ে ব্যাস্ত ...??? আপনাদের কাছে প্রথমে কিছু প্রশ্ন ....??? আপনারা কখনও সন্ত্রাসী হামলায় পুলিশ বা প্রশাসনের কর্মীদের খুন হতে দেখেছেন ...???? আপনারা কেউ একই গর্তে ৫টি সাধারণ মানুষের লাশ দেখেছেন ....??? আপনারা কেউ অস্ত্র হাতে সন্ত্রসীদের প্রকাশ্যে চাঁদাবাজী করতে দেখেছেন ...??? আপনারা কি ধর্ষন করে সেই মেয়ের চোখে কাঠি পুতে এবং ব্লেড দিয়ে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নির্মম নির্যাতন করে ফেলে রেখে যেতে এবং এত কিছু করার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখেছেন ...??? বাজারের মধ্যে শতশত মানুষের মাঝে গুলি করে মানুষ খুন করে পালিয়ে যেতে দেখেছেন .....??? এসব কিছু যদি দেখেই থাকেন তবে তাদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেললে ক্ষতি কোথায় ....??? যে সন্ত্রাসীরা সমাজের ক্যান্সারের মত বেড়ে ওঠে... সাধারণ মানুষের সব কিছু সহ জীবনের অধিকারও কেড়ে নেই ,,, যাদের ভয়ে মানুষ দিনের বেলায়ও পথ চলতে ভয় পায় তাদের হত্যা করা হলে কেন এত মানবাধিকার কমিশনের দিলে আঘাত লাগে .....????? পুলিশ অর্ডার না দেওয়া পর্যন্ত গুলি চালাতে পারে না .... জীবন চলে গেলেও না ..। তাদের চেয়ে ৫/১০ টাকার ঐ বুলেটের দাম বেশি এই দেশে । পুলিশ আর্মি র‌্যাব এরা তো অন্য গ্রহের মানুষ ....আমাদের সমাজের বাইরে এরা , এদের তো সংসার নেই , মা নেই বাবা নেই , বন্ধু বা আত্মীয় স্বজন ও নেই ..তাই তো ..??? আমরা এদের মানুষ বলে মনে করি না । অথচ ঐ সন্ত্রসীরা আমাদের খালু হয় .... তাই তো ..??? এসব প্রশাসনের মানুষ গুলো সন্ত্রাসীদের হাতে খুন হলে কোথায় থাকে মানবাধিকার কমিশন ......???? বিচার বহির্ভূত হত্যা বলে যেটাকে আঙ্গুল তুলে দেখানো যচ্ছে .সেটা না করলে আজ এই দেশ আরও সমস্যার মুখে পড়তো ...। কারণ ঐ সব সন্ত্রাসীদের বিচার হয় না ।

আদালতে গেলেই ওরা যে ভাবেই হোক ছাড়া পেয়ে যায় .... তাহলে এই সব অবাঞ্চিত জঞ্জাল পরিস্কার করতে ক্রসফায়ার বা বিচারবহির্ভুত হত্যাকান্ডে সমস্যা কোথায় .???.। সন্ত্রাসীদের প্রতি এত দরদ দেখানোর কি প্রয়োজন ...। দেশে তো অনেক সুবিধাবঞ্চিত এতিম অসহায় মানুষ আছে .. তাদের অধিকার নিয়ে তো টেলিভিশনের পর্দা কাঁপিয়ে কেউ ভাষন দিচ্ছে না ....। এই সব মানবাধিকার কমিশনের দরকার নেই আমাদের দেশে .. সন্ত্রাসীদের অধিকার আদায় করতে এদেশে এমন সংস্থার প্রয়োজন নেই । বন্ধ করেন আপনাদের ঐসব ভনিতা ।

মানুষের অধিকার মানুষই খুজে নেবে .. কোন অমানুষের খুজে দেওয়া লাগবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.