...জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে।
এ কেমন পাগলামি!
মাঝে মাঝে কয়েক মূহুর্তকে মনে হয় অনন্ত কাল,
সহস্র দিবস
অথবা সমগ্র শতাব্দী...
অপেক্ষায় মন্থর সময়,
দুটি চোখ শূণ্য পথে চেয়ে রয়,
কবে আসবে তুমি?
সত্যিই আসবে কি?
কাল দীর্ঘায়নে দীর্ঘায়িত হয় আমার দীর্ঘশ্বাস,
নিজেকে দিই প্রবোধ আর মিথ্যে আশ্বাস-
এই তো সময় হল বলে
এখনি তুমি আসবে চলে...
তন্দ্রাচ্ছন্ন দেহে অবসাদ ভর করে
তবু চোখে নেই ঘুমের ছিটেফোঁটা,
সতর্ক শ্রবণেন্দ্রিয়ে তোমার পদধ্বনির তীব্র প্রতীক্ষা।
যত ফুল ফোটে তত প্রজাপতি আসেনা,
তবু ফুলেরা কি অবরোধ করে?
যত ভাব জাগে তত শব্দ পাইনা,
তাই বলে কবিতা কি থেমে থাকে?
তুমি আস আর নাই আস,
অপেক্ষাতেই থাকব আমি।
ইচ্ছে হলে তুমিও বলো-
এ কেমন পাগলামি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।