আমাদের কথা খুঁজে নিন

   

করাচির ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৭

বুধবার প্রথম প্রহরে করাচির লাইয়ারি আবাসিক এলাকায় একটি ফুটবল ম্যাচ শেষে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, জানিয়েছে দ্য ডন। হতাহতরা সবাই খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দা। পুলিশ কর্মকর্তা তারেক ধারেজো জানিয়েছেন, ফুটবল স্টেডিয়ামের বাইরে পার্ক করা একটি মোটর সাইকেলে বোমাটি পাতা ছিল। নিহত সাতজনের অধিকাংশই কিশোর বয়সী ছেলে। গভীর রাতে লাইয়ারি এলাকার দুটি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

এই এলাকায় ফুটবল খুব জনপ্রিয়। খেলাটি দেখতে প্রাদেশিক মন্ত্রী জাভেদ নাঘোরি এসেছিলেন। খেলা শেষে চলে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ির কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। হামলা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পান নাঘোরি। বোমাটি দূর নিয়ন্ত্রিত ছিল বলে জানিয়েছেন ধারজো।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় সাংসদ সানিয়া নাজ বিস্ফোরণে ঘটনাটি নিশ্চিত করে এতে ১১ জন নিহত হয়েছেন বলে দাবী করেছেন। নিহতদের সবার বয়স ছয় থেকে ১৫ বলে জানান তিনি। আহতদের স্থানীয় জিন্নাহ হাসপাতাল ও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।