রোববার করাচির অভিজাত এলাকার ওই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনের একদিন আগে একই এলাকায় রাজনীতিবিদ, পিটিআই’র সহসভাপতি জারা শাহিদ হুসেন নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
এই হত্যাকাণ্ডের জন্য করাচিভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) দায়ী করেছেন পিটিআই প্রধান ইমরান।
করাচি এমকিউএম’র শক্ত ঘাঁটি। জাতীয় পরিষদে করাচির ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছে এমকিউএম।
বাকী অবশিষ্ট আসনটি পেল পিটিআই।
ইমরানের অভিযোগে উত্তেজিত এমকিউএম নেতারা অভিযোগ অস্বীকার করে ইমরানকে অভিযোগ ফিরিয়ে নিতে বলেছেন। হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তারা।
পিটিআই ও এমকিউএম উভয় দলই সোমবার করাচিতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। করাচির এই ধরনের সমাবেশ অতীতে প্রায়ই রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নেয়ায় সমাবেশকে ঘিরে শহরে উত্তেজনা বিরাজ করছে।
করাচির অভিজাত সেনা আবাসিক এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ড পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারকালীন সহিংসতার ধারাবাহিকতাই বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা এই এলাকায় প্রকাশ্যে দিবালোকে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যাকাণ্ড পাকিস্তানের ভঙ্গুর নিরাপত্তা অবস্থাকেই তুলে ধরেছে।
পাকিস্তানের বৃহত্তম শহর করাচি থেকে দেশটির সরকারি আয়ের প্রায় অর্ধেক অর্জিত হয়। এই শহরের স্থিতিশীলতার ওপর পুরো দেশের স্থিতিশীলতা নির্ভরশীল।
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত প্রায় দেড়শ’ মানুষ এসব সহিংসতার বলি হয়েছে।
১১ মে’র সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) সবচেয়ে বেশি আসনে জয়ী হয়ে পরবর্তী সরকার গঠন করার পথে আছে। আর ইমরানের পিটিআই তৃতীয় সর্বোচ্চ আসন পেয়ে পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।