উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
যারা একটু ভিন্ন উপায়ে কিছুটা রোমাঞ্চ ও সাহস নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান, তারা এই ভিন্ন পথ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারেন। সাধারন ভাবে ঢাকা চট্টগ্রাম পথের এখন যে রকম অবস্থা এই পথ টা একটি জনপ্রিয় বিকল্প যাত্রা সহজেই হতে পারে।
এই ভাস্কো ডা গামার মত আমিও এই পথ আবিষ্কার করতে বেরিয়েছিলাম অনেকটা অনোন্যোপায় হয়ে।
সদরঘাট থেকে রাত এগারটা ও বারটায় দুটো লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশে, লঞ্চের নাম "ময়ুর"। ফোন ০১৭১-৬৫৮-২৪১৪
ওয়াইজ ঘাট থেকে নতুন শুরু হয়েছে 'High Speed" এর লঞ্চ সার্ভিস, নাম রেখেছে "আবে জমজম"।
ছাড়ার সময় প্রতিদিন রাত ১১:৫০। ফোনঃ ০২-৭৩৯৪২৮৪
সময় নেয় ৩:৩০মিনিট
চাঁদপুর থেকে "মেঘনা" আন্তনগর চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে ভোর পাঁচটায় (প্রতিদিন আশা করি)। সময় নেযার কথা ৪:৩০মিনিট
চাঁদপুর রেল স্টেশন নদীবন্দরের প্রায় সন্নিকটেই, হেটে যেতে পাঁচ মিনিট লাগতে পারে।
রাত হলেও ছোট শহর হিসেবে চাঁদপুরকে নিরাপদই বলা হয়েছে। রাতে ১২টার দিকে আমি রিকসা নিয়ে ঘাটে এসেছিলাম লঞ্চ ধরে ঢাকা আসার জন্য।
অন্ততঃ ঐ দিন কোন অসুবিধে হয়নি। এমনকি লঞ্চ ঘাটের রাস্তায় রাতে ছিনতাই করনের খবরও খুব একটা শোনা যায়নি।
তবে সাবধানের মাইর নাই।
বিকল্প এই পথ ঢাকা থেকে চট্টগ্রাম যাবার জন্য চেষ্টা করে দেখতে পারেন।
চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে "মেঘনা" ছাড়ে বিকেল ৫টায় (আশা করি প্রতিদিন)
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে মধ্য রাতে বেশ কয়েকটা লঞ্চ ছাড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।