আমি শুধুই আমি...অন্য কেউ নয়
যদি কোন দিন
বৃষ্টির প্রথম ফোঁটা টা এসে পড়ে তোমার চোখে
অবিশ্বাসী হয়ে তাকিয়ে থেকো না ঐ আকাশের দিকে
মেঘেদের দল দলে যাবার আগেই ওদের হাতে
ধরিয়ে দিও তোমার চিঠি অজানারই পথে।।
এরপর,
একটা কিংবদন্তি স্বপ্ন দেখো,যেখানে ভোরেই চাঁদ ওঠে
যেখানে ঈশ্বর ভূমিতে এসে খেলা করে ধবল শিশুদের সাথে
যেখানে জোছনার নীল ছড়িয়ে পড়ে
এখানে সেখানে, পথ ঘাটে
সেখানে নিষ্ঠুরতম সত্য হয়ে খুঁজো তারে,
প্রতিটি ধুলিকণার মাঝে।।
এরপর,
একটা তারকার নাম লিখো ছোট্ট সাদা কাগজে
তুমি হয়তো জানবেও না, প্রতিরাতেই সে আসে,
চাঁদের আশেপাশে, বিশাল আকাশে।
তবু তোমাকে বলি,কাগজখানি রেখো যত্ন করে
একদিন স্বপ্নে জেগে উঠো তারাময় কোন ভোরে
সেইদিন রূপালি চাঁদের পাশে নিঃস্ব কোন তারার হাহাকারে
চিনে নিও তারে,জেনে নিও আপন করে।
অবশেষে,
অদ্ভুত একটা ছড়া লিখে দিও তার হাতে
সে হয়ত বুঝবেনা তার মানে
তবু না জেনে, কত কথাই না আসবে তার মনে !
শুধু বোলো তাকে সেদিনের সেই বৃষ্টির কথা কানে কানে।
এরপর,
দেখো তার চোখপানে,সেখানে জল জমেছে এক কোণে
ধরণীর শ্রেষ্ঠ সুখের কান্না আটকে রাখার প্রয়াসে
তখন আবারো মেঘেদের ডাকে দুজনে,
ছুটে যেও বৃষ্টি বিলাসে,মেতে থাকো উল্লাসে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।