শীত এলেই মনে হয় বসন্ত হাতছানি দিচ্ছে আমাকে
যতই আনন্দ থাক জ্যাকেটে, মাফলারে টুপিতে
কিংবা জড়াজড়ি হেঁটে যেতে পেভমেন্টে, ঘাসের শিশিরে
তবু মনে হয় বসন্ত! আহা বসন্ত আমার!
শীতে ভেজা বিষাদ, বিষণ্ণ দিন
আবহমান কে যে কাকে ডাকে
গোপনে নির্ঝর নামে- খুশকির মতো শুধু শিশির ঝরে যায়
আমাদের গার্হস্থ্য থম ধরা আকাশ হয়ে থাকে।
শীতার্ত জাড্য আমাদের আড়ষ্ট অবয়বে ধোঁয়াবলয়ের মতো
স্থির হয়ে থাকে।
শীতের ভেতর থেকে বসন্ত তবুও ডাকে
মনে হয় বসন্ত সেভাবেই আছে যেভাবে গ্রামের পাশে
নদী থাকে, পাড়ে বট, অশথের হাওয়া
হাসনের-লালনের-করিমের সুরে ভাসা নদীর সুবাস বয়-
শীতের আড়াল থেকে বসন্তের কুহু ডাক ওঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।