আমাদের কথা খুঁজে নিন

   

বড়ো দিন

আমি এক আদ্যন্ত বাঙালি যে নিজেকে এখনো খুঁজে চলেছে।

আজ ২৫শে ডিসেম্বর, মানে ক্যালেন্ডারের হিসেবে আজ বড়ো দিন। আপামর বাঙালির মতো আমার কাছেও আজকের দিনটা নিখাদ ছুটির। তাই আজ একটু হলেও দেরি করে ওঠা, অন্য দিনের ধাঁচে কোনো রকমে নাকে-মুখে কিছু না গুঁজে আয়েশ করে কড়াইশুঁটির কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে বউয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলা, তারপর মেয়ের সঙ্গেও মানানসই কিছু আলোচনা-কিছু কথা সেরে অল্প-বিস্তর টিভি দেখে এই ব্লগ লিখতে বসা। এর সঙ্গে যদি যোগ করা যায় এই ব্যাপারটা যে আমার শ্বশুর-শ্বাশুড়ি-ও এখন আমাদের এই আমেদাবাদের বাড়িতে রয়েছেন (গতোকাল ওঁনাদের নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতেই রাত সাড়ে বারোটা বেজে গেছিলো), তাহলে বাড়িময় ছড়িয়ে থাকা খাঁটি ছুটির আবহ-টা বোঝা আরো সহজ হয়।

আমার শেষ ব্লগ লেখার পর থেকে (মানে আমার নতুন চিফ পোস্ট মাস্টার জেনারেল চার্জ নেওয়ার পর থেকে) অফিসের ব্যস্ততা এমন একটা জায়গায় পৌছেঁছে যে তার পর আজকের মতো এমন একটা ছুটির দিনের মহিমাই আমার কাছে আলাদা। মাঝে ১৭-১৮-১৯ ইদ এবং তার পরের শনি-রবির ত্র্যহস্পর্শ-যোগ-এ একটা লম্বা ছুটি পেলেও নানা ফালতু ঝামেলায় সেটা নষ্ট হয়েছিলো, তাই আজকের ছুটিটা আমি স্রেফ আয়েশ করে কাটাতে চাইছি। এটা আমি দেখেছি জে যখন-ই আমি একটা ছুটিতে অনেক কিছু করার কথা ভেবেছি, তখন-ই ছুটিটা মাটি হয়েছে; তাই আজ আমি কোনো রকম উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা-র মধ্যে না গিয়ে "বড়ো" আকারে একটা ছুটি কাটাবো। তার অঙ্গ হিসেবে এর পর একটা জম্পেশ খাওয়া-দাওয়া থাকবে (হয়তো ভাত-মাংস এবং পাটিসাপ্টা), হিন্দি বা বাংলা সিনেমা দেখাও হয়তো হবে [তবে সিনেমা শেষ হবার আগেই হ্য়তো কেউ-কেউ ঘুমিয়ে পড়বে], এবং সন্ধে বেলা সবাই মিলে বাড়ির কাছের কোনো একটা পার্কে হাঁটতে যাওয়াও হবে। তার পর হবে গল্প-গুজব, এবং তারপর "নিশ্চিন্ত-নিরুপদ্রব ঘুম"।

একে কি আদর্শ বড়ো দিন বলা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।