আপনারে আমি খুঁজিয়া বেড়াই..পাই যদিবা.ক্ষণেক্ষণে হারাই
--------------------------------------------------------------------------------
আমি অজস্র কাল চুপ করে থাকি
ভাবি দিন ফুরাবে বুঝি
ভাবি রাত কেটে যখন সকাল হবে
আমি চুপ করে ঠায় বসে থাকব!!
ভাবব, যাক বাবা!!
সূর্য মামাটার ঘুম ভাঙলো তবে
চুপ করে বসে ভাবতে থাকব
কি হয় সারাদিন দিন আর সারারাত রাতের সময়!!
তবে কি সূর্যের ও চোখ আছে?
যে চোখ বুজলেই আঁধার নামে?
নাকি সে ঘুমের ভাব করে থাকে?
কিন্তু একটা ব্যাপার কি জানো?
রাত আর দিনের মধ্যে যে লুকোচুরি সেটা
বোধহয় ইচ্ছাকৃত!!
নাহলে এতদিনে কি একবার ও ধরা পড়তোনা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।