আমাদের কথা খুঁজে নিন

   

দিনরাত্রির কষ্ট

তাহমিদুর রহমান

নীল ভোরের আলোতে ধু ধু অন্ধকার এক এক করে মাথা খুঁড়ে মরে জানায় ধিক্কার খোলা চুলে যুবতী নারী কাঁদে হারিয়ে কুমারীত্ব দূরে কোথাও দাঁড়িয়ে অসহায় প্রেমিক, সুরায় মত্ত জন্মদাতা নিশ্চুপ, বাড়ীর পাশে বরই গাছে ফাঁসি জানত কি কেউ, এরপরও কি হবে দীর্ঘশ্বাসের মুক্তি এ তো আমাদেরই বানানো পুতুলের সৃষ্টি এসব দেখেই বাঁচি আমরা খড়কুটো ঠিক এভাবেই মরে যাই ইঁদুরের মতো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।