আমাদের কথা খুঁজে নিন

   

দিনরাত্রির কাব্য (১ম কিস্তি)

চিরদিনই তোমারই তো থাকব!

প্রাণের নিঃশ্বাস (০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৯ ) তোমার নিঃশ্বাসের শব্দ শুনলাম আজ। নিজের অজান্তেই চোখে পানি এল। মনে হল, এই শব্দ যেন আমার খুব চেনা, যেন আমারই হয়ে শ্বাস নিচ্ছ তুমি! তোমাকে অনেক ভালবাসি, জানো তো! আনন্দ ( ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:২২ ) খুব খুশি লাগছে। আনন্দের অন্য এক প্রকার যেন ধরা দিয়েছে আমার মনে। নতুন বাবার সাথে কথা হল।

দুরু দুরু বুকে কী কী যেন বললাম। তিনি সহজ করে দিচ্ছিলেন সবই। সহজ-সহজ প্রশ্ন, কেমন আছি, রান্না করি কিনা ইত্যাদি ইত্যাদি। মাত্র ৫ মিনিটের মধ্যে ভয় পেয়ে তাঁকে তিন বার সালাম দিলাম। শেষবারের বার সালাম না দিয়ে ভয়ে ওয়ালাইকুম-আস-সালাম বললাম।

ভাগ্যিস আস্তে আস্তে কথা বলি বলে তিনি টের পাননি! ভয়ের সাথে মিশে ছিল আমার বাল্যবন্ধু লজ্জা। গলার স্বর স্বাভাবিকের চেয়ে চিকন হয়ে যাচ্ছিল। দু'হাঁটু মুড়ে চেয়ারে বসে বসে কথা বলছিলাম। খুব নার্ভাস লাগলে এটা করি আমি। কেন যেন ভয়টা একটু কমে।

ফোন রাখার সময় তিনি যা বললেন, সেটা শোনার জন্যই যেন শত-সহস্র বছর অপেক্ষা করেছিলাম। "আল্লাহ চাইলে সম্পর্কটা হবে"- এই বাক্যটা শোনা মাত্রই বুক থেকে দুরু দুরু ভাব, ভয়, লজ্জা সবাই একযোগে পালিয়ে গেল। বদলে যে এল, সে আনন্দ। প্রাণহীন জীবনে প্রাণ আসার আনন্দ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।