চিরদিনই তোমারই তো থাকব!
মায়াময় চোখ (০১ লা মে, ২০১০ সকাল ১১:৩২ )
শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটি পড়েছো? দেবদাস বলে-- "মরণে ক্ষতি নাই, সেই সময় যেন একটি সুখকর স্পর্শ কপালে আসিয়া পৌঁছে, যেন একটি দয়ার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে জীবনের ইতি হয়।"
তোমায় যেদিন প্রথম দেখেছি, সেদিনই তোমার চোখে পেয়েছি এমনই মায়াময় চাহনি। মৃত্যুর সময় তুমি আমার পাশেই থাকবে, এর চেয়ে আনন্দের আর কি কিছু হতে পারে?
আবারো বুঝলাম কতটা ভালোবাসি! (০৬ ই মে, ২০১০ সকাল ৭:৫৯ )
খুব অবাক লাগে জানো? কখন যে এতটা কাছে চলে এসেছো বুঝতে পারিনি। আমার একটা মুহু্র্তও যেন এখন আর তোমাকে ছাড়া চলেনা। জীবনের বাকিটা সময় তুমি আমার পাশেই থাকবে এটাই ধরে নিয়েছি। কিন্তু সেদিন যখন ১৯ ঘন্টার জন্য তোমাকে আমার কাছে পেলাম না আমার পৃথিবীটা যেন নড়ে উঠলো! কোথায় আছো, কেমন আছো, কি করছো কিছুই জানিনা আমি! যে মানুষটা আমাকে একটা পলকের জন্য তার সামনে থেকে নড়তে দেয়না, সে আমাকে ছেড়ে এত গুলো ঘন্টা পার করে দিচ্ছে আমি তো বিশ্বাস করতে পারছিনা। বার বার মনে হচ্ছিলো তোমাকে বুঝি হারিয়ে ফেল্লাম।কিন্তু মনতো এটা মানতে পারছেনা। তুমি তো এমন করতেই পারোনা। কোনো বিপদ হলোনা তো?! দু'চোখে পানি ঝরছে, দোয়া পড়ছি.....আবারো বুঝে গেলাম কতটা ভালোবেসে ফেলেছি! ভালোবাসি তোমাকে! অনেক ভালোবাসি!!!
*** ১৯ ঘন্টা পরে তুমিও বুঝিয়ে দিলে আমার একটু খুশির জন্য তুমি কতটা করতে পারো! আমি আবারো সেদিন অবাক হয়ে তোমার ভালোবাসা দেখলাম!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।