আমাদের কথা খুঁজে নিন

   

দিনরাত্রির কাব্য (৪র্থ কিস্তি)

চিরদিনই তোমারই তো থাকব!

তোমাকে পাওয়ার ভাগ্য (০৬ ই মে, ২০১০ সকাল ৮:৫৪) তুমি হঠাৎ বললে আমার জন্য কী যেন উপহার আছে। আসতে বললে এখানে। অনেকদিন পর তোমার লেখা দেখে বিস্ময়ে অভিভূত হলাম। আজ আমার ঈদের দিন। এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারত! লেখাটা পড়তে শুরু করেছি কেবল, তুমি লাজুক লাজুক ভঙ্গিতে বললে আমাকে দেখতে চাও।

আমি একটা লাইন পড়েছি মাত্র, ওতেই বুঝেছি এই লেখা অন্যরকম। তুমি তো জানো, কান্না আমার স্বভাবজাত। বেশ কিছুদিন কান্নার কিছু না ঘটলে আমি ওষুধ নিয়ে কাঁদি। ওষুধ মানে হয়ত কোনো দুঃখের লেখা, কিংবা কোনো ভিডিও কিংবা কোনো গান। তোমার এই লেখার ১ম লাইন পড়েই বুঝে গেলাম, এটাই হবে আমার কান্নার মহৌষধ।

তুমি আমাকে দেখতে শুরু করলে। আর আমি শুরু করলাম বাকিটুকু পড়া। কান্না চেপে রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছিল। তুমি দেখছ, আবার নিজেকেও সামলাতে পারছি না। শেষমেষ তোমার কাছে অনুমতি নিয়েই নিজেকে ছেড়ে দিলাম।

একটা গান আছে, "ভালবাসা যত বড়, জীবন তত বড় নয়। " গানটা অনেক শুনতাম। ভাবতাম পাগলের প্রলাপ। আজ সব বুঝতে পারি। শুধু এই জীবন নয়, পরকালেও যেন তোমাকে পাই, দিনরাত আল্লাহকে এটাই বলি শুধু।

আমার ভাগ্য এত ভাল কেন, বলতে পারো? *** অনেক চেষ্টা করলাম তোমার মত করে লিখতে। হৃদয় দিয়ে, আবেগ মিশিয়ে। হলো না! আমাকে একটু আবেগ ধার দেবে, মিনি? পুনশ্চঃ ১৯ সংখ্যাটা আগে ভাল লাগত। আজ থেকে ও আমার দু'চোখের বিষ। তোমাকে কষ্ট দিয়েছে, কত্ত বড় সাহস!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।