সুখবর! সুখবর! সুখবর!..... এবার মনে হচ্ছে সত্যিই শহর আর গ্রাম এর পার্থক্য ঘুচবে........ কারন আমাদের মাননীয় চেয়ার ছাড়া চেয়ার ম্যান জনাব কাল বেড়াল সাহেব বলেছেন যে, সরকার বিলবোর্ড শুধু রাজধানীতে নয় দেশের প্রতিটি ইউনিয়নে লাগিয়ে তার উন্নয়ননের কথা প্রচার করবেন..... তাই মনে হচ্ছে আর কোন ভাবে না হোক অন্তত এ ভাবে শহর আর গ্রামের পার্থক্য কিছুটা হলেও দুর হবে.... .। কারন উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলেও দেশের জনগন তা বুঝতে পাছেনা.... তা বোঝাতে ঐ বিল বোর্ডই শেষ ভরসা... কিন্তু আসলে যারা ঐ বিল বোর্ডের মালিক এই বিলবোর্ডের জন্য তাদের পকেটের কি কোন উন্নয়ন হয়েছে???? আর শুনেছিলাম সুন্দরী মেয়েদের বিলবোর্ড নাকি যানজটের অন্যতম কারন, চালকরা নাকি ঐ দিকে তাকিয়ে জট বাধিয়ে ফেলে তাই মনে হয় ঈদের সময় জট কম রাখতে এই ডিজিটাল উদ্দ্যোগ.... আর তাই এসব কারনেই বার বার মনে হচ্ছে...হায় উন্নয়ন!!!! হায় বিল বোর্ড!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।