পিনপতন নিস্তধ্বতা
গত ২৩ ডিসেম্বর থেকে বিডিআরের নাম বদলে বিজিবি করা হয়েছে। বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী এই বাহিনীর পোষাকেও পরিবর্তন আসবে থুব শীঘ্র। মূলত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে মর্মান্তিক হত্যাকান্ডের পর থেকেই বিডিআর এর আমূল পরিবর্তন এবং সংশোধনের কথা বলা হচ্ছিলো।
কিন্তু বিডিআরের সংশোধনের সাথে সাথে এই বাহিনীতে কর্মরত সৈনিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও সরকারকে ভাবতে হবে।
বিডিআর বিদ্রোহের পেছনে তৎকালীন বিডিআর বেশ কিছু দাবি দাওয়া ছিলো। যেমন বিডিআর কে সেনাবাহিনীর প্রভাবমুক্ত করে স্বতন্ত্র বাহিনী হিসেবে প্রতিষ্ঠা, বেতন ভাতার উন্নয়ন, সীমান্তে নিহত সৈনিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা। এছাড়া তৎকালীন সময়ে পরিচালিত বিডিআর শপ নিয়েও সেনাবাহিনী থেকে আসা উচ্চপদস্থ বিডিআর কর্মকর্তা এবং বিডিআর সদস্যদের মধ্যে ভূল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো। যার মূল্য জীবন দিয়ে দিতে হয়েছে তরুন মেধাবী সেনা অফিসারদের।
তাই নাম এবং পোষাক পরিবর্তনের সাথে সাথে দেশের এবং জনগনের নিরাপত্তার স্বার্থে বিজিবি এবং সেনাবাহিনীর মধ্যে যে ভূল বোঝাবুঝি বা দ্বন্দ্ব রয়েছে তা নিরসনে পদক্ষেপ নেয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।