নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
পথপ্রান্তে শবদেহ টানছে শেয়াল
আধা খানি দেহ তবু রয়েছে অক্ষত
হয়তো বাউল এক ভীনদেশে মৃত
কাঁধে ঝোলে স্বরলিপি গানের জঞ্জাল,
মাইকেল, রহিম না রুহিতন পাল
মোল্লা এবং পুরুতের তর্ক অবিরত
পাদ্রী বলে, "ক্রুশ কই"? মাথা করে নত
পৈতা পেলে হয়ে যাবে চিতার কপাল
ঘন্টা ও আজান শুনে গেছে সব ফিরে
কে বা তার দায় নেবে, ধর্ম নাই যার
যদিও মাটিতে মেশে সৎকারবিহীন
একদিন তার গান বাজে ঘরে ঘরে
ভুলে গেছে কোন কবি জুড়ায় সংসার
শুধু এক ঘাসফুল শোধে তার ঋণ
ড্রাফট ১.২/ সনেট ইটালিয়ান Petrarchan ছন্দমিলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।