ঘুমিয়ে পড়ার আগে......
তুমি চিরদিনের মত ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে এক টা বছর(১১ আগস্ট) পার হয়ে গেল।তোমার আশা ছিল আর কেউ না যাক সাব্বির তো তোমাকে নিয়মিত দেখতে যাবে,আর এই জন্যই তো শেষ ঘুম টা নিজের বাড়িতে না গিয়ে চির নিদ্রায় শুয়েছ আমাদের বাড়িতে।কিন্তু তোমার সে আশা কত টুকুই বা পুরা করছি.....
গ্রামের থেকে যখন শহরে আসতে এর বাসা ওর বাসা ঘুরে শান্তিতে মাথা গুজার জন্য আমার রুম টাতেই আশ্রয় খুঁজে নিতে।আমি যে বিরক্ত হতাম না তা কিন্তু নয়...কিন্তু গেল চার পাঁচ মাস রুমটা খালিই পড়েছিল।
এখন আমাকে আর কেউ বিরক্ত করেনা বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে এটা কেমনে করতে হয়,ওটা কেমনে করতে হয়।পান গাছের পান গুলোও অনেক বড় বড় হয়ে যায়,পান খাওয়ার মানুষ টার অভাবে।
আমরা কিন্তু এখন তোমার কথা আলোচনা করি,এত চুপ চাপ থেকে কেমন করে জীবন টা পর করে দিলে।
ঘুমাও তুমি শান্তিতে.....
পোস্ট:একজন প্রিয় মানুষ এবং তার চোখের কথা(২০০৬-০৮-০৫)
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।