থাকে না থাকে না কেন
সুখ সুখ ক্ষণ,
বাজে না বাজে না কেন
নুপূর নিক্কণ।
ঢং ঢং মরীচিকায়
চলে যায় ছল,
বোঝে না কখনো সে
ভালোবাসা অতল।
সারাবেলা জুড়ে লিখি
প্রেমের চিঠি,
যখন সে হেঁটে যায়
(আমার) মুখে চুষীকাঠি।
হাসি হাসি মুখ নিয়ে
করে কৌতুক,
দিন শেষে বুঝি আমি
সবই অহেতুক।
দাম বাড়ে সব কিছুর
আধূলী, আনি আনি,
আমারই শুধু দাম বাড়ে না
আমি সাদা পানি।
চলে গেলে চলে যাও
সুন্দরী পমপম,
আর দিয়ো না ব্যাথা
মনটা ভীষণ নরম।
বোবা রুবি বলেছিল
বটগাছতলায়,
আমি যদি রাজী থাকি
মত দিবে বিয়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।