অনেক কিছু লিখতে ইচ্ছে করে,কিন্তু ভালো লিখতে পারিনা
এই ব্লগে অনেক কিছু নিয়ে অনেক যুক্তি তর্ক হয়,তার মধ্যে নাস্তিক –আস্তিক বিতর্ক অন্যতম। এই ব্লগের কিছু লেখক নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে খুব গর্ব বোধ করে। নাস্তিক বলতে আমরা কি বুঝি? যারা ধর্মে বিশ্বাস করেনা। কিন্তু নাস্তিকরা এখনও জানেনা যে ধর্ম মানে কি। ধর্ম শব্দটির বিশ্লেষন করলে দেখা যায় যে শব্দটি ধৃ ধাতুর সাথে মণ প্রত্যয় যোগে গঠিত।
অর্থাৎ যা আমরা ধারণ করি। একজন মানুষ হিসেবে আমরা যে ধর্ম ধারণ করি তা হলো মনুষ্যত্ব । এবং এই মনুষ্যত্বকে যুগে যুগে এক একজন মহাপুরুষ এক এক ভাবে বিশ্লেষণ করেছেন। কারন ধর্মগ্রন্থ কোন মানুষ সৃষ্টি করে নাই,মানুষই ধর্মগ্রন্থ সৃষ্টি করেছে। পৃথিবীর সকল ধর্মগ্রন্থের যদি সারাংশ যদি দেখা হয় ,তাহলে সেখানে দেখা যাবে যে মূল কথা একই।
সব ধর্মগ্রন্থেই মানুষের কল্যাণ ও নৈতিকতা বোধের কথা বলা আছে,তবে একটা বিষয় ধর্ম যেহেতু মানুষের তৈরি এবং অনেক প্রাচীন কালে তৈরি হবার জন্য সেখানে কিছু ভুল ধারনা বা কুসঙ্কার থাকাটাই স্বাভাবিক তার কারণ হলো মানুষের চিন্তা চেতনায় বৈজ্ঞানিক চিন্তাধারার অভাব। আর এইসব কিছু ভুল ধারনাকে কেন্দ্র করে তথাকথিত নাস্তিকরা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে আসছে।
নাস্তিকদের প্রতি আমার অনুরোধ দয়া করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, আপনার যদি ধর্মে বিশ্বাস না করেন তাহলে বুঝব আপনারা কতিপয় মনুষ্যত্বহীন মূর্খছাড়া আর কিছুই না।
এবার আসি কিছু উগ্র আস্তিকদের ব্যাপারে,যারা নাস্তিকদের পাগলামি আর ভ্রান্তযুক্তি দেখে নিজেদের ঠিক রাখতে পারেনা ,এবং সাথে সাথে অন্যধর্মালম্বীদের উপর বিষেদাগার করেন,মাঝে মাঝে তা শুধু বিষেদাগার এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে অশ্লীল গালাগালিতে রূপ নেয়, যা থেকে সাম্প্রদায়িক কলহ সৃষ্টি হয়। আমার প্রশ্ন কোন ধর্মগ্রন্থে কি বলা আছে যদি কেউ তোমার মতে বিরুদ্ধে কথা বলে তাকে অশ্লীল ভাষায় গালাগালি কর ? কিন্তু এই ব্লগের কিছু উগ্রবাদী আস্তিকদের পতিক্রিয়া দেখে আমার তাই মনে হয়।
বস্তুত নাস্তিক আর উগ্রবাদী আস্তিক এই দুইয়ের মাঝে কোন পার্থক্য নেই,উভয়ই বেকুব আর সমাজের জন্য ক্ষতিকর।
আমি ভালো লেখক নই,তাই হয়তো ঠিকভাবে গুছিয়ে লিখতে পারি নাই, আশাকরি পাঠকরা তা নিজ গুনে ক্ষমা করে দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।