আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় যখন সফরসঙ্গী (এলোমেলো ছবিব্লগ, বান্দরবান)

আপাতত ঘুরপাক খাচ্ছি!

কিছুদিন আগে আমাকে নির্বাসিত করা হয়েছিল খাগড়াছড়িতে। এবার খাগড়াছড়ি না আরো বড় বড় পর্বতসঙ্কুল বান্দরবানে। প্রথমে দুইদিন জ্বর আর গলা ব্যথায় ভুগে শরীর যখন ত্যাজপাতা, তখন একরাতে, একজনের দোয়ায় শরীরটা পোলাওপাতা হয়ে গেল। সে আর কেউ নয় বান্দরবানের প্রকৃতি, আমার পুরাতন বন্ধু। বন্ধুর সাথে নতুন করে সবেমাত্র খাতির জমিয়েছি।

তাই অল্প স্বল্প ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ফটোগ্রাফার ভাইয়েরা আবার মাইন্ডাইয়েন্না। অনেক দিন পর দেখা তাই একজনে ভেংচি কাটছে নতুন উদ্দীপনায় নীলাকাশ পানে আগ্রাসন বিরোধী মিছিল সবুজ জমিনে সাদার নাচন উচ্ছ্বাস আকাশ ছোঁয়ার স্বপ্ন মনে কেশচর্চায় ব্যস্ত স্বর্ণকেশী মানবের প্রয়োজনে তার রক্তদান যে কারণে সে মহীয়ান, নয়তো সে কোন খাবার লোকে বলে ঘষামাজার রাবার। খুঁজতে খুঁজতে একটা লেক পেয়েছিলাম। ভেবেছিলাম এর পাড়েই কয়দিন কাঁটাবো।

কিন্তু তার আগেই কে জানি, বাম হাত বাড়াইছে। নাকফুল আর পিংকিদের উত্তেজিত আলোচনা। নাকফুলদের এক সদস্য নাকি খোয়া গেছে। মাঝে লজ্জাবতী কানপেতে শুনছে ঘটনা। অবশেষে খোয়া যাওয়া নাকফুল।

নেই কাজ তো ভেরেন্ডা ভাজ জলজ্যান্ত ভেরেন্ডা গাছ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।