আমাদের কথা খুঁজে নিন

   

আচমকা নক্ষত্র মত

---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!

আচমকা নক্ষত্র মত কোথায় যে পাই তোমায়, জন্মবোধি খোঁজে ফিরছি তোমায বুক ভারি হয়; উদার আকাশ দেখে কিঞ্চিত শান্তনা ফিরে পাই বাড়ী ফিরে একই যন্ত্রণা তোমায় বিনে না পাওয়া তোমায়। খুঁজলাম তো কত জায়গায় জীবণ শুন্য থেকে, কই দ্বারালে না পাশে ? আচমকা নক্ষত্র মত স্বপ্ন ভঙ্গ নদীর জোয়ার ভাটা, তেমনি আমার স্বপ্নটুটা রাত দিন; মেঘের ছায়া তলের মত হারিয়ে যাওয়া তোমার অবয়ব ! সত্য হলনা কোন কালে, শুধু যন্ত্রণা বাড়ে, হাওয়ার ছুঁড়ে দেওয়া বালুর কোনায চোখে পানি আসে । ১৪১৭@ ৯ পৌষ শীতকাল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।