ক্লান্তিতে বুজে আসে চোখ
আচমকা ক্লান্তি ঝেড়ে আমি হাঁটতে থাকি
আমি কোথায় হাঁটছি?
ঘুম নেই চোখের পাতায়
মাথার ভিতর কিলবিল করে
অসংখ্য সমস্যা জটা
গানিতিক, জ্যামিতিক, শারিরীক,
আর্টিষ্টিক , মনস্তাত্তিক,
পরিশ্রমে আরো জটিল
আমি হাঁটছি ঘোরের ভিতর
আমি কোথায় হাঁটছি?
আমি হাঁটছি হোপ ওয়েল রকের
ফ্লাওয়ার পট ওশেন ফ্লোরে
জোয়ারের জল ছুঁতে আসছে পায়ের পাতা-
আমি বলছি কথা, আদি প্রকৃতির বুড়ো হাতির সাথে
পিঠের উপর লম্বা গাছের সারি
পাশে র্নিবিকার ভালুক উদাস দেখছে
অফুরন্ত নীল জলরাশি।
বুড়ো হাতি কত জনম দাঁড়িয়ে আছো
মাটি ও পানির সঙ্গম স্থলে
কত দেখেছো মানুষের জীবন মৃত্যু?
আমার বেদনার জল মিশে
ফান্ডি বীচের লোনা জলে
অস্থির ভাবনা তাড়িত আমি
হাঁটতে থাকি সেডোনার লালগীরি পাহাড় ঘিরে
সমিকরণে পৌঁছাই হাফ মুনবের পাদদেশে।
বুড়ো হাতি তুমি কি জানো
বাসর ঘরে মারা যাওয়া স্বামীকে বাঁচায় বেহুলা
আইফ্যল টাওয়ারের দিকে ধেয়ে যায়
জোয়ান অব আর্কে এর জ্বলন্ত শরীর।
এমন সময় ব্ল্যাক হোলের পথ বেয়ে-
হুইল চেয়ারে কে এসে নামে আমার পাশে
স্টিফিন্স হকিন্স, র্নিবিকার সারা শরীর
শুধু জ্বলন্ত চোখের দুটি তারা
তিনটি ডলফিন ডজ দিয়ে গার্ড অব অনার জানায়
রঙিন পত্রপল্লবে ছাওয়া সময় শীতল হতে থাকে
সমস্যা জাটিল চিন্তা চেতনা দুঃসময় ভাবনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।