আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর দ্বারা আচমকা বলদকৃত হওয়া সত্যিই বিব্রতকর

মুক্ত মন....সারাক্ষণ


ভারতকে পরম বন্ধু ভাবি আমরা।
সেই বন্ধু এভাবে আমাদের বলদকার করবে ভাবতেও অবাক লাগে।
বন্ধুর দ্বারা আচমকা বলদকৃত হওয়া সত্যিই বিব্রতকর।

....সাম্প্রতিক যশরাজ ফিল্মস'র ব্যানারে বানানো তৃতীয় গ্রেডের ছবি ‘গুন্ডে’ খুব মনযোগ সহকারে দেখলাম-
...ছবির শুরুর দিকে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি বলা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭১ হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করে..... বাই প্রোডাক্ট হিসেবে জন্ম হয় 'বাংলাদেশ' নামে নতুন এক দেশের।


যখন হিন্দুস্তানের সেনারা ঢাকা ছেড়ে যাচ্ছিল, তখন কাঁটাতারের পেছনে দাঁড়িয়ে ছিল ১১-১২ বছরের দুই অনাথ বন্ধু বিক্রম ও বালা।
তারা বুঝতে পারছিল না, তাদের সঙ্গে যা হলো তা কি ঠিক ছিল, নাকি ভুল?
নতুন দেশ কি পারবে দিতে তাদের নতুন একটি জীবন?
..........................
তারপর দেখা গেল, না, বাই প্রোডাক্ট(!) হিসেবে জন্ম নেয়া বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি বিক্রম ও বালাকে দিতে পারে নি নতুন কোনো জীবন- নতুন কোনো বাঁচার স্বপ্ন। যার ফলে কলকাতায় চলে যায় তারা এবং ভয়ানক "গুন্ডে" রূপে আত্মপ্রকাশ করে।

প্রশ্ন হচ্ছে: এরকম একটি তৃতীয় শ্রেণীর ছবিতে বিক্রম ও বালার মতো গুন্ডের আত্মপ্রকাশের ব্যাকগ্রাউন্ড হিসেবে বাংলাদেশ ও আমাদের মহান মুক্তিযুদ্ধকে টানা কি খুবই প্রয়োজন ছিল?

"গুন্ডে" যে বহুদিনের চক্রান্ত ও পরিকল্পনার ফসল তা সহজেই অনুমেয়।
............................................

....ভারতকে বলি, ভারত, তুমি আমাদের পঁচা চাল খাওয়াও- তবুও তুমি আমাদের বন্ধু।


.....তুমি আমাদের পঁচা গম খাওয়াও- তবুও তুমি আমাদের বন্ধু।

.....তুমি আমাদের পঁচা পেঁয়াজ খাওয়াও- তবুও তুমি আমাদের বন্ধু

.....তুমি আমাদের নর্দমার গন্ধসমেত রুই-কাতল খাওয়াও- তবুও তুমি আমাদের বন্ধু।
.....তুমি পানির দামে আমাদের ইলিশ নিয়ে মহানন্দে খাও, আর আমরা তেলাপিয়ার মাঝে ইলিশের স্বাদ খুঁজি- তবুও তুমি আমাদের বন্ধু।

.....তোমার বুকে বণ্যা হলে সেই বণ্যার জলে আমাদের তলিয়ে দাও, অথচ সারা বছর পানির অভাবে খা খা করে বাংলার বুক- তবুও তুমি আমাদের বন্ধু।
.....তুমি বাংলার মাটিকে নিশ্চিন্তে সোনা চোরাচালানির রুট হিসেবে ব্যবহার করো- তবুও তুমি আমাদের বন্ধু।



.....তুমি র'এর দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলার গার্মেন্টস শিল্পকে ধ্বংসের নিত্য পায়তারা করো- তবুও তুমি আমাদের বন্ধু।

......তুমি জি-বাংলা, স্টার প্লাস, স্টার-জলসার মাধ্যমে বাংলার নারী সমাজকে বিহ্বল করে রেখছ- তবুও তুমি আমাদের বন্ধু।

....হ্যা ভারত, এরকম আরও অসংখ্য 'তবুও'র পরও আমরা পরম বন্ধু ভাবি তোমায়- তার একমাত্র কারণ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে-ই আজ সু কৌশলে অতি সু কৌশলে অপমানিত করেছ তুমি- এ দুঃখ কোথায় লুকাই বলো??















অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।