আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অণু কবিতা + 'আকাশলীনা'র প্যারোডি

পালোয়ানের প্রলাপ

১, কবিতা আমাকে ছেড়ে গেছে আপাতত, আজ আমার সুখের দিনে সে বিতাড়িত! দুঃখের দিনে সে ছিলো আমার একেবারে কাছে, সে নেই, এখন অন্য কেউ আছে। ২ . তুমি পার্শ্বে নাই, তাই তোমার চিত্র পার্শ্বে লইয়াই নিদ্রা যাই। ৩. শেলী, চেয়ে দ্যাখো, কী অপার হৃদয়জোড়া ভালোবাসা নিয়ে বসে আছি। অথচ তুমি চায়ের কাপ সাইজের সাগরে ডুবুহাবু খাচ্ছো। একটি বার আমার বুকে ডুব দাও।

হলফ করে বলছি শেলী! আর উঠতে পারবে না। আমার বুকেই হবে তোমার শেষ নিঃশ্বাস! ৪. ফোনের অপরপ্রান্ত তার স্নানঘরে ফুঁপিয়ে ওঠে। সে ভেজা হাতে ফোন তুলে নেয়, "হ্যালো", বলে। কিছু বাষ্প ভেদ করে তার কণ্ঠ শুনি আমি শুষ্ক ঠোঁটে! তার দেহটি অতঃপর স্নান করে আমার মনের জলে! ৫. জীবনানন্দের 'আকাশলীনা'র সন্ধি মুহিদ সংস্করণঃ . সুরঞ্জনা, অইখানেই থাকো তুমি! অই যুবকের সাথেই কথা বলতে থাকো। আমার কিছু যায় আসে না।

. প্রয়োজন বোধে তুমি ঐ যুবকের কোলে উঠে ঘুরে বেড়াও। ফিরে আসার দরকার নেই সুরঞ্জনা। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কী লাভ বলো! , তুমি অই যুবকের সাথে ঘাস খাও, আকাশের আড়ালে বসে বাঁশ খাও! কী কথা আর আমার সাথে?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.