আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ডে জনগণের ক্ষোভ দূর হবে না: মওদুদ

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন,  “এতদিন চর দখল হয়েছে। এই প্রথম শুনলাম বিলবোর্ড দখলের কথা। আমরা জানতে পেরেছি- সরকার একশ’ কোটি টাকা খরচ করে রাজধানীর দুইশ’ বিজ্ঞাপনী সংস্থার ভাড়া করা ২০০০ বিলবোর্ড রাতের অন্ধকারে দখল নিয়েছে। ওইসব বিলবোর্ডে সরকার তার উন্নয়নের জয়গান তুলে ধরেছে। ” “বিল বোর্ড দখল করে জনগণের মনের ক্ষোভ দূর করা যাবে না।

” জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট এর উদ্যোগে ‘জনদুর্ভোগ, সরকারের তথ্য সন্ত্রাস ও নাগরিক ভাবনা ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মওদুদ বলেন, “আমাদের দেশের একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। তাদের চোখেও তা ধরা পড়ছে না। কারণ তারা নিজেরাই দুর্নীতিতে ডুবে আছে। ”
১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের উন্নয়ন দশক উদযাপনের কথা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমৃত্যু প্রেসিডেন্ট থাকার স্বপ্নে তিনিও উন্নয়নের দশক পালন করেছিলেন।

একবছরের মাথায় তার পতন হয়েছে। ”
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করে তিনি বলেন, “এই দাবি মানতে সরকারকে বাধ্য করতে রমজানের শেষে আমরা আন্দোলন শুরু করব। ২৫ অক্টোবরের পর্যন্ত এ দেশের জন্য একটি সংকটকাল। এর মধ্যে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। ”
ক্ষমতায় গেলে বিএনপির নতুন ধারা’র সরকার সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার তা বলা উচিৎ হয়নি।

আমাদের নেত্রী নতুন ধারার রাজনীতি বলতে বুঝিয়েছে, রাজনীতিতে নতুন সংস্কৃতি চালু করবেন। প্রতিহিংসা রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করার কথা। দেশে সুশাসন প্রতিষ্ঠার কথা। যাতে মানুষ শান্তিতে বসাবাস করতে পারে। ”
সংগঠনের উপদেষ্টা সাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, ন্যাপ  মহাসচিব গোলাম মোস্তফা ভঁইয়া, স্বাধীনতার ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।


জাতীয় প্রেস ক্লাবে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘গণতন্ত্র বাঁচাতে দরকার সরকার তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক অপর এক আলোচনা সভায়ও বক্তব্য দেন মওদুদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.