বাংলার ঐতিহ্যে লালিত আজ কয়েকজন বন্ধু চট্টগ্রামের নেভাল একাডেমির দিকে ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়ে নামলাম নেভাল একাডেমির আগে চাইনিজ ঘাটের কাছে। ভাবলাম একটু হেঁটে নদীর রূপ উপভোগ করব। সি এন জি থেকে নেমেই তাকালাম কর্ণফূলি নদীর দিকে কিন্তু নদী চোখে পড়ার আগেই চোখে পড়ল বড় বড় বিজ্ঞাপন বিলবোর্ড।
সংখ্যায় গোনা সম্ভব ছিল না।
তবে দেখলাম যত দূর চোখ যায় তত দূর নদীর পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এইসব বিলবোর্ড।
হাজার হাজার মানুষ আসে এখানে প্রতিদিন নদীর সৌন্দর্য উপভোগ করতে। তারা আসে, এসে ওখানে নামে আর নদীর আগে চোখে পড়ে ওইসব বিলবোর্ড। আজ অনেককে বলতে শুনলাম, " এই বিলবোর্ডগুলোর কি এখানে কোন প্রয়োজন আছে? আর যদি না থাকে তবে কেন এগুলো এখানে এভাবে রাখা হয়েছে।
অনতি বিলম্বে এগুলো দূর করার ব্যবস্থা করা উচিত এইগুলো্।
আপনি কী মনে করেন??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।