আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তাহীন জনপদ!



সাম্প্রতিক কালে আমরা লক্ষ করছি আমাদের দেশে যেভাবে আওয়ামীলীগ ও বিএনপির মাঝে কাঁদাছোড়াছুড়ি ও পেশীশক্তির রাজনীতি শুরু হয়েছে বা হচ্ছে তার প্রভাব আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়েছে। যা সুস্থ মনের পরিচিতি বহন করে না। তাতে দেশ তথা সমাজ বিপর্যস্থ হবে এতে কোন সন্দেহ নেই। দেশ যেভাবে চলছে তাতে অনেকে হয়তো বলবেন যথেষ্ট গণতান্ত্রিক পরিস্থিতি আবার অনেকে বলবেন অগণতান্ত্রিক। সে বিচারে নাই বা গেলাম, তবে বলতে দ্বিধা নেই ধীরে ধীরে আমরা সাধারণ জনগণও রাজনীতির এ অসুভ নীতির স্বীকার হচ্ছি।

হারিয়ে যাচ্ছে আমাদের বহুদিনের রীতিনীতি। আমাদের মাঝে হিংসা, বিদ্বেস, পরশ্রীকাতরতা এমন পর্যায়ে এসে পৌচেছে যা রীতিমত বিপদজনক। বিপদজনকভাবে রাজনীতিবিদগণ শুধু বিদ্বেশই ছড়াচ্ছেন। মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছে। দেশের সাধারণ মানুষ আজ অসহায়।

তাদের মধ্যে নিরব দারিদ্রতা ফুটে উঠেছে। মধ্যবিত্তের আজ নাভিশ্বাষ উঠেছে। সঞ্চয় সমাপ্তির পথে। প্রচন্ড নিরাপত্তাহীন হয়ে উঠেছে জনপদ। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি, গুম এর মতো অপরাধ বেছেছে অন্য সকল সময়ের চেয়ে বেশী।

যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। মৌলিক চাহিদার যোগান নেই যেখানে সেখানে সরকারের দমন-নিপিড়ন কতটুকু সার্থক সে জবাব হয়তো সামনে ব্যলটের মাধ্যমে দেবে। কিন্তু সামাজিকতার যে সস্কৃতি হারিয়ে যেতে বেসেছে তা ফেরত আসবে কিনা সন্দেহ। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুখাত। সামাজিক জীব হিসেবে আমাদের রয়েছে বিশাল ঐতিহ্য যা বলার অপেক্ষা রাখেনা।

ঐতিহ্যবাহি সস্কৃতির দেশ আমাদের বাংলাদেশ। অনেক দেশের চেয়ে আমরাই সবচেয়ে বেশী অতীতিপরায়ণ। সবচেয়ে বড় কথা আওয়ামীলীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য সকল দলের বলেন সবাইকে নিয়েই আমাদের একসাথে চলতে হবে। আমরা একে অন্যের পরিপূরক। হোক আমাদের চরিত্র, আচার-আচরণ, ধর্ম ও দল ভিন্ন।

মনে রাখতে হবে আমরা মানুষ। একসাথে চলাই আমাদের ধর্ম। হয়তো এমনো দিন আসবে যেদিন নষ্ট-ঘৃনিত রাজনীতির ধারক ও বাহকদের জাতি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কড়ায় গণ্ডায় আদায় করে নিতে চাইবেন তাঁদের ক্ষতিগুলো। সেই প্রত্যাশায় রইলাম আমরাও।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.