প্রশাসন ও ছাত্রলীগের হুমকিধমকি, নির্যাতনে রাজধানীর বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর বোরকা পরা ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রীরা। এসব প্রতিষ্ঠানের রোবকা পরা ছাত্রীদের আটকে রেখে ছাত্রলীগের নির্যাতন এবং নিয়মবহির্ভূতভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থাও নেয়া হচ্ছে। এমনকি প্রতিনিয়ত বিভিন্ন হোটেল ও ছাত্রনেতাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের। এ নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব কলেজের বোরকা পরা ছাত্রী ও অভিভাবকরা।
অনেকেই ভয়ে হল ও ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।
জানা যায়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সোহেল রানা টিপুর কাছে বদরুন্নেসা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তামান্না ও ফাতেমা এসে ওই কলেজের ছাত্রলীগের হাতে তাদের নির্যাতনের বর্ণনা দেন। ওই দু’ছাত্রী সভাপতি টিপুর কাছে বলেন, কলেজের পুরনো হলের ৩১২ নম্বর কক্ষে আমরা থাকি। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী আমরা বোরকা পরি। তবে কোনো সংগঠনের সঙ্গে জড়িত নই।
কিন্তু গত ১৮ ফেবু্রয়ারি কলেজ ছাত্রলীগ সভাপতি ঝরা ও সাধারণ সম্পাদক মুক্তার সমর্থকরা আমাদের হলের ২০২ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন। ওইদিনই বদরুন্নেসা কলেজের কয়েকজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিল ও সমাবেশে জোর করে ধরে নিয়ে আসা হয়। কর্মসূচি শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই যুগ্ম সম্পাদকের সঙ্গে একটি মাইক্রোবাসে উঠিয়ে দেয়া হয়। গতকাল বেশ কয়েকজন বোরকা পরা ছাত্রীকে হল থেকে বের করে দিয়েছে কলেজ ছাত্রলীগ সভাপতি ঝরা। এ ব্যাপারে ঝরার কাছে গতকাল রাতে জানতে চাইলে তিনি বলেন, বোরকা পরা ছাত্রী সংস্থার মেয়েদের বের করে দিয়েছি।
ইডেন মহিলা কলেজে বোরকা পরা ছাত্রীদের ওপরও নির্যাতন অব্যাহত রয়েছে। ছাত্রলীগের আবদারে প্রশাসনের নির্দেশে গত বৃহস্পতিবার রাতে কলেজের হাসনা বেগম, খোদেজা খাতুন, রাজিয়া, আয়েশা সিদ্দিকা ও বেগম জেবুন্নেসা ছাত্রীনিবাসে অভিযান চালায় পুলিশ। তল্লাশি করে ২ ছাত্রী ও ২ বহিরাগতকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে ছেড়ে দেয়া হয়। পরের দিন শুক্রবার সকালে গণিত বিভাগের ইশরাত জাহানকে গেস্টরুমে একদিন আটক রেখে নির্যাতন করা হয়।
শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে নিয়ে এলে তিনিও ওই ছাত্রী নানা হুমকিধমকি দেন তাকে। বোরকা পরা দুই ছাত্রীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া ছাত্রলীগ ও কলেজ প্রশাসন ৩৪ বোরকা পরা ছাত্রীর তালিকা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। এই আতঙ্কে হলগুলোর যেসব ছাত্রী বোরকা পরতেন তারা ভয়ে হল ছেড়ে চলে যাচ্ছেন। আবার অনেকে ক্যাম্পাসে আসা বন্ধ করে দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি ছাত্রী হল বেগম রোকেয়া হল, সামসুন্নাহার হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হলে বোরকা পরা ছাত্রীরা চরম ভয় ও আতঙ্কে রয়েছেন। জানা গেছে, ওইসব হলে ছাত্রলীগ বোরকা পরা ছাত্রীদের তালিকা তৈরি করছে।
এর ফলে অনেক ছাত্রী ভয়ে হল ছেড়ে চলে যাচ্ছেন। অনেকে ক্যাম্পাসেও আসছেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ক্যাম্পাসে বোরকা পরে আসা ছাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
সূএঃ আমার দেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।