আমি সবুজ হতে চাই
তালপাতারসেপাইয়ের পোস্ট এ কালকে আমার এই কমেন্ট দেখে আমি নিজেই চমকে উঠলুম। মাথায় আসলো এ রকম হলে তো ভালই হত। পরাধিনতার জ্বালা বাংলাদেশের মানুষরা খুব ভাল করেই জানে। ইন্ডিয়া বিগত ৬৬ বছর ধরে নর্থ-ইষ্ট ইন্ডিয়া দখল করে রেখেছে। প্রায় ৬ লাখের মত ইন্ডিয়ান আর্মি সেখানে দখল নিপীড়ন চালাচ্ছে।
১৯৭১ এ বাংলাদেশকে দখলে রেখেছিলো ৯০ হাজার পাক আর্মি। এই ৯০ হাজার সৈন্য যদি বাংলাদেশে এই গণহত্যা চালাতে পারে তাহলে তাহলে ৬ লাখ সৈন্য সেখানে কি করতে পারে চিন্তা করুন
তাই এদেরকে সাহায্য করা বাংলাদেশের জনগনের জন্য একটা মানবিক ব্যাপার
তাছাড়া নর্থ-ইষ্ট ইন্ডিয়া স্বাধীন হলে অর্থনৈতিক,সামরিক এবং বাণিজ্যিক দিক দিয়েও বাংলাদেশ হিউজ পরিমান লাভবান হবে। সেখানে বিপুল পরিমান খনিজ এবং প্রাকিতিক সম্পদ আছে। ইন্ডিয়া সেখান থেকে সরে গেলে আমরা সহজে তা আমদানি করতে পারবো। সেখানের পর্যটন শিল্পও যথেষ্ট সমৃদ্ধ।
তাছাড়া তাদের কোন সামুদ্রিক রুট নেই যাতায়াত বা লেনদেনের জন্য। ফলে তারা আমাদের চট্টগ্রাম বন্দরের উপরে নির্ভর থাকবে আমদানি-রপ্তানির জন্য। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হবে। সর্বশেস সামরিক দিন দিয়ে বাংলাদেশে লাভ হবে বিশাল। আমরা জানি ইন্ডিয়া বাংলাদেশের তিন দিক দিয়ে।
নর্থ-ইষ্ট ইন্ডিয়া স্বাধীন হলে বাংলাদেশের মাত্র ১ দিক দিয় থাকবে ইন্ডিয়া। আগরতলা থেকে ঢাকার দূরত্ব খুব বেশী না,সেখানে বড় কোন নদীও নেই। এই পথে ইন্ডিয়া আক্রমন করলে ঢাকা বড়জোড় ১৫ দিনের মাঝেই তাদের দখলে চলে যাবে। কিনতি নর্থ-ইষ্ট ইন্ডিয়া স্বাধীন হলে ইন্ডিয়া এই কাজটি করতে পারবে। আমাদের পশ্চিম দিক দিয়ে ভারত আক্রমন করলে ১ বছরেও ঢাকার নাগাল পারবে না।
কারন বিশাল পদ্মা এবং যমুনা নদী সেদিকে আছে। মোট কথা বলা যায় নর্থ-ইষ্ট ইন্ডিয়া স্বাধীন হলে বাংলাদেশ অর্থনৈতিক,রাজনৈতিক এবং সামরিক সব দিক দিয়েই লাভবান হবে। বাংলাদেশের উপরে তাদের চাপও অনেকাংশে কমবে
এখন সামুতে বাংলাদেশীদের উপরে একটা জনমত জরিপ চালাতে চাই এই বিষয়ে। কে কে আমার মতে মনে করেন এই কাজটি বাংলাদেশের করা উচিৎ। তাদের স্বাধীনতাকামীদের সাহায্য আমাদের করা উচিৎ।
আপনার মূল্যবান মতামত এখানে কমেন্ট করে জানান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।