আমার ভাতিজা সৌদিআরব প্রবাসী। আগামীকাল তার টিকেট কনফার্ম করার জন্য বলাকায় (মতিঝিল) যেতে হবে। কিন্তু রাস্তার কেমন অবস্থা হবে এই বিষয়ে টেনশিত আছি। ভাতিজা বলতেছে বেশি রিক্স হলে দরকার নাই, সে আবার গ্রামেও চলে যেতে চায়, কাল না করতে পারলে ৩ দিনের মামলা । রবিবার ছাড়া আর সম্ভব হবে না।
এবার চিন্তা করুন এই স্বাধীন দেশে আমরা (ম্যাঙ্গো পিউপল) কেমন অবস্থায় বসবাস করতেছি।
আমার দুঃখ একটাই হক কথা কেউ বলে না।
আপনাদের কাছে দুটি প্রশ্ন করছি সম্ভব হলে উত্তর দিয়েন।
প্রশ্ন নং ১:
ব্লগার মানেই যদি নাস্তিক হয়, তাহলে যারা ব্লগে অন্য ব্লগারদের নাস্তিক বলছে তারা কি?
প্রশ্ন নং ২:
নামাজ কালাম পড়লেই যদি রাজাকার হয়, তাহলে (আপনি যদি মুসলমান হন) আপনার আত্নীয়-স্বজন, মা-বা যারা নামাজ কালাম পড়েন তারা কি?
** আমি একজন নব্য মুসলমান, মানে ২ মাসের মত হলো নিয়মিত নামাজ পড়ার চেষ্ঠা করতেছি। কারো পরামর্শ বা দাওয়াতে নয় হঠাৎ করেই মানসিকতা চেঞ্জ হয়ে গেছে।
যেহেতু হুজুর (সাঃ) দাড়ির ব্যাপারে তাকিদ দিয়েছেন তাই দাড়িও রেখে দিয়েছ দিয়েছি। এবং দাড়ি রাখা ওয়াজিব আর আমাদের দেশের অনেকে বলে সুন্নত (বুঝেন তাদের ইসলামের দৌড় কতটুকু)। ফল সরূপ গত হরতালে পুলিশ আধ ঘন্টা আটকে রেখে বিভিন্ন প্রশ্ন করেছে জামাত সন্দেহে। আল্লাহর অশেষ মেহেরবানী শেষ পর্যন্ত আমি উনাদের বুঝাতে সক্ষম হয়েছি যে আমা জামাতি নই।
এখন আগামীকাল কি করবো বুঝতে পারতেছি না, যদি কোন ভাই পরামর্শ দেন ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।