আমাদের কথা খুঁজে নিন

   

””””আমি ফাইসা গেছি, মাইনকা চিপায়....”””



বেশ কিছুদিন ধরেই কাজের মেয়েটা বড্ডো অমনযোগী। দু:খিত, অমনযোগী না বলে বরং ”উচাটন” শব্দটাই বেটার\ কতইবা বয়স ১২/১৩; বলা যায় আদর্শ বয়সন্ধিকাল। আগে ভুতের ভয়ে সেধিয়ে থাকতো; আর এখন মাশাল্লাহ বাসার নীরব রুমই তার পছন্দ। মফস্বল শহরে ড্রইং রুমে রাতে একা শোয়া চাট্টি খানি কথা না। স্ত্রীসমেত ভাবতাম রাতে ডিশে টাটকা ইংরেজী ছবি দেখার লোভে বোধহয় এমনটা করছে.. যাহোক ”নাফিস ” হান্টিং এর মত পুরোদস্তর অপারেশন চালিয়ে আবিষ্কার করলাম ম্যাডাম ফুলি মধ্যযুগীয় প্রেমে পড়েছেন।

দিগুন বয়সের তাঁর প্রিয় দারোয়ান মামার সাথে নৈশ অভিসার। ইট পাথরের দেয়াল আর পুরু গ্রীলের ফাক গলে বড়ই দুর্লভ নৈকট্য পাওয়া, তবুও তো অভিসার। বলি --”একটুকু ছোয়া” র বেইল শেষ, অ্যাকশনেরই বাংলাদেশ (আমাদের কবি গুরু প্রিয় রবি বাবু থাকলে ডেফেনিটলি কষ্ট পেতেন)। লেজে গোবরে অবস্থা!! যারা ধৃত তারা অবশ্যই লজ্জিত; আর ধরনে ওয়ালা-তো ”সেইরাম” লজ্জিত। ’ হে ধরনী দ্বি-খন্ডিত হও, আর আমি ঘটনাটা মাটি চাপা দিই।

’ আপনি হয়তো ভাবছেন-”প্রবলেম কোথায়, না পোষালে বিদায় করে দেন। জি ¡ হা ;জনাব প্রবলেমের এখানেইতো সমস্যা----চাকুরীজীবী স্ত্রী ,ছোট বাচ্চার সংসার কাজের লোক ছাড়া অচল। ”সোনার হরিন” নাহ আপনি জুয়েলারী দোকান থেকে বানাতে পারবেন, কিন্তু কাজের লোক পাবেন কোথায়?? আবার ধরা যাক, যদি অভিসারটি তৃপ্তিদায়ক পূর্ণতা পেয়েই যায়, তবে ”মা ও শিশু” হসপিটালের ওয়ান ওয়ে টিকিটতো আমাকেই কাটতে হবে। ভাই হায়দার হোসেন কিন্তু মিথ্যা বলেন নাই- ””””আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মাইন্কা চিপায়....”””

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।