আমাদের কথা খুঁজে নিন

   

মাইনকা চিপায় ইমাম

প কুরন্জিত সেদিন বলেছিল, বাঘে ধরলে ছারে, হাসিনা ধরলে ছারে না । শুনলাম হাসিনা বুবু এবার ইমাম ধরবেন। খুজে বের করবেন কোন মসজিদে জামাতপন্থী ইমাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে। দেশের হাজারো সমস্যার মধ্যে এটা তার কাছে এত গুরুত্ব পুর্ন কেন বুঝলাম না। সকল অত্যাচারী রাজাই তার মসনদ টিকিয়ে রাখার জন্য জঘন্যতম কাজটা করতে দ্বিধা বোধ করে না, কিন্তু পারেনা অত্যাচারি রাজারা কালের গর্ভে হারিয়ে যায়।

এদেশের মানুষ আপনাকেও ক্ষমা করবে না । হাসিনার ভাষন আর বিটিভি দেখলে মনে হয় এ দেশ সিংগাপুর হইয়া গেছে। মনে হয় মানুষ মিগ ২৯ করে অফিস করতে যায়। আসলে দেশ দাদারা চালায় না আপনি ? আবুল আর মালদের নিয়ে আপনি যা করছেন তা মোটেই ভালো করছেন না। হাসিনা আপনি সবচেয়ে বড় দূর্নীতি বাজ।

নির্বাচনের আগে যখন দেখলেন আওয়ামিলীগ বিপুল বিজয় পাবে, াপনি শুরু করলেন নমিনেশন বানিজ্য। বড় বড় ব্যাবসায়ীদের ডেকে টাকার বিনিময়ে নমিনেশন দিলেন। আজ তাই আপনি আবুলকে ভয় পান। তবে আপনার ছেলে ব্যবাসা ভালোই বুঝে , তারেকের মত ভুদাই না । হাসিনা বুবু বলবেন কি নমিনেশন ব্যাবসা করে কত পেলেন ? তারেক খালেদা খারাপ বলেইতো আপনি ক্ষমতায় এসেছেন।

গত তিন বছরে াপনার ব্যার্থতা ও দূর্নীতি তারেককেও হার মানিয়ে দিয়েছে। তিনটি বছর হয়ে গেলো যুদ্ধাপরাধীদের বিচার এমন কি তারেকের দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমান বা বিচার করতে পারলেন না । সবচেয়ে বড় যুদ্ধাপরাধী গোলাম আজমের একটা বাল ও ছিরতে পারলেন না। মুক্তি যুদ্ধকে বিক্রি করে আর কত খাবেন। জবাবদিহিতা আপনাকেও করতে হবে।

আপনি যদি দেশের জন্য কাজ করতেন এদেশের জনগন যুদ্ঢাপরাধীদের বিচার রাস্তায় বসে করতো। এদেশের ১৬ কোটি জনগন মুজাহিদ, নিজামীকে রাস্তায় ধরে মেরে ফেলত। চোরের সা্তদিন সাধুর একদিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.