সাক্ষী থাকো হে বহমান নদীর জল। হে ঢেউ, সাক্ষী
থাকো তুমি অনন্ত গমনের। আমরা যারা পূর্ব থেকে
হেঁটেছি পশ্চিমে, তাদের পদছাপের ছায়া ধারণ করে
লিখো দলিল, হে নমিত সূর্যের মুখ। তোমার কালি ও
কলমে ঠাঁই পাক আমাদের প্রেমের আখ্যান , হে
দ্বীপপুন্জ - হে ভালোবাসার ঘাসফুল। তোমার আলো
দেখে আলোকিত হোক এই পরিচিত জলপুরা নগরী ।
পুষ্ট পারদের তারতম্য দেখে মেপে রাখো এই বদ্বীপের
উষ্ণতা , হে বাংলার আকাশের মেঘ । তোমাকে ছেড়ে
যাবার আগে আবারও বলে যাই দখিনা হাওয়ার উৎপল
নাচনে চিরদিন থেকে যাবে প্রথম প্রেমিকার নৃত্যনুপুর,
দুপুরের বুক চিরে কেউ না কেউ বাজাবে বাঁশি আমাদের নাম ধরে .....
ছবি- মারিয়া ডান ফসকান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।