আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব জুরাইন- ৩য় কিস্তি



পূর্ব জুরাইন থেকে শ্যাম পুর বাজারে যেতে একটা বাজার পরে । আমার মনে আসছে না নামটা। পাঠক আপনারা কেউ যদি যানেন তাহলে আমাকে বললে আমি খুশি হব। বাজারের সামনে বসত একজন মালাই আইসক্রিম ওয়ালা। বড় একটা মাটির মটকার ভেতর থাকত মালাই আইসক্রিম গুলো।

ছোট ছোট প্লাষ্টিকের খোলের ভেতর। আমার খুবই পছন্দছিল। বাজারে একটা দোকানে তখন নতুন ধরনের একটা খেলা চালু হয়েছে। টিভি গেম বলতাম আমরা। আমি কখনোই খেলতে পারি নাই কারন ছিল খেলতে টাকা লাগত ।

তাই মনে মনে বলতাম এটা খারাপ ছেলেদের খেলা। শুধু মাত্র খারাপ ছেলেদের হাতেই টাকা থাকতে পারে বলে আমার ধারনা ছিল। পাঠক আমি লেখক হিসেবে মোটেই কাজের না। হাতে অল্প সময় পাই তাই নিজের গল্প আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। তার পরও কারও কারও ভাল লেগেছে বলে আনন্দ পাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।