আমি এখনও হইনি ভূমিষ্ঠ,
শোন হে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ,
আসতে দিওনা কাছে আমার রক্তচোষা ইদুর বাদুর,
অথবা কোন নপুংশক, নরপিশাচ হিংস্র লোভাতুর,
হতে চাই না আমি তাদের ভোজন উচ্ছিষ্ট।
আমি এখনও হইনি ভূমিষ্ট,
স্বান্তনা দাও আমায় হে সর্বোৎকৃষ্ট।
গতিময় জীবন যাত্রায় হয়তো রয়ে যাব আমি অসহায়,
অবক্ষয়ের দূষনে দূষিত অথবা কলুষিত হব মাদক নেশায়,
হতে দিও না আমায় কালের এই যাতাকলে পিষ্ট।
আমি এখনও হইনি ভুমিষ্ঠ,
উপহার দাও আমায় বিধাতা সৃষ্ট,
স্বচ্ছ পানি জীবন ধারনে,সবুজ বনাণী শ্বাস-সঞ্চালনে,
পাখির কুজন,সুনীল গগণ আর এক উজ্জ্বল রশ্নি নয়নে।
যারা হবে আমার পথিকৃত অদৃষ্ট।
আমি এখনও হইনি ভুমিষ্ট।
ক্ষমা কর আমায় যদি হই পাপিষ্ট,
ধরিত্রির পঙ্কিলতায় ডুবে যদি করি অন্যায় পাপাচার।
যদি হই নষ্ট পথ ভ্রষ্ট অথবা বশীভূত জিঘাংসার।
অকাল মৃত্যুতে করতে না হয় প্রায়শ্চিত্ত। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।