ধুসর স্বর্গে গিয়ে তাকিয়ে দেখি বিশাল এক দেয়াল অনেক গুলো ঘড়ি সেথায় - ঘুরছে আপন খেয়াল প্রহরী রে জিজ্ঞাসা করি - ভাই এগুলি কি ? বলল - এগুলো মিথ্যা ঘড়ি...বুঝতে পারেন নি ? বললাম আমি - বুঝিনি ও ভাই ..একটু খুলে বলুন বলল আমায় আসুন তবে - ঘড়ির কাছে চলুন .. একটি ঘড়ি দেখিয়ে দিয়ে - ওই টি মাদার তেরেসার মিথ্যা কথা কন নি - তাই ঘড়ির কাটাটি বেকার ।. তাকিয়ে দেখি অনেক ঘড়ি - ঘুরছে দেয়াল ভরে কোনো ঘড়ি ঘুরছে দ্রুত - কোনো ঘড়ি ধীরে .... মনের মধ্যে ইচ্ছে দেখার- কিছু মানুষের ঘড়ি এই না ভেবে প্রহরী কে ডেকে তাই জিজ্ঞাসা করি ... বলি - ও ভাই মোদের দেশের রাজনীতিক দের ঘড়ি একটি বারের জন্য কি তবে আমি দেখতে পারি ? বলল প্রহরী - ওই ঘড়ি গুলি অফিস এ ব্যবহার হচ্ছে টেবিল ফ্যান এর পরিবর্তে এখন - সেগুলো বাতাস দিচ্ছে ................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।