কিছু স্বপ্ন দেখি। স্বপ্নগুলো অনেক সুন্দর। চারদিকে ভীষন মিথ্যা। অসহ্য সব মিথ্যা। মিথ্যার ভারে ক্লান্ত সবকিছু।
আস্তিকে মিথ্যা। নাস্তিকেও মিথ্যা। স্বার্থের মিথ্যা। দলীয় মিথ্যা। উপকারের নামে মিথ্যা।
ভালোবাসার নামে মি্থ্যা। এমনকি ঘৃণাটাও মিথ্যা।
তবুও মানুষ নিজেকে সৎ ভাবে। মিথ্যে করে হলেও নিজেকে পবিত্র ভাবে। মিথ্যে করে হলেও নিজেকে ভিক্টিম ভাবে।
নিজেকে মিথ্যেবাদী ভাবাটা কষ্টের। কষ্টটা মোকাবেলা করার জন্য সে আরেকটা মিথ্যার আশ্রয় নেয়। নিজেকেই মিথ্যে বোঝায়। মিথ্যে মিথ্যে নিজেকে সত্যবাদি ভাবে। নিজের মিথ্যে গুলো আরেকজনের বলে নিজেকে শান্ত করে।
বিবেকের তাড়না থেকে বাচঁতে গিয়ে নিজের বিবেকটাই মিথ্যে হয়ে যায়।
মানুষ মিথ্যে বলে জেতার জন্য জন্য। নিজেকে এই বলে প্রবোধ দেয় যে, জেতাটা এত জরুরী ছিল যে মিথ্যে বলতেই হল। এখানে আমার কোন দোষ নেই। প্রয়জনীয়তা বিবেককে বোঝালে বিবেক মিথ্যাকে ভ্যালিড হিসেবে চালিয়ে দিতে পারে।
তখন কাজের কাজটা উদ্ধার করাও গেল আবার বিবেকের তাড়নাও হল না। এর চেয়ে সুন্দর মিথ্যে আর সম্ভব না।
মিথ্যে মিথ্যে খেলাও আছে। সত্যিকারের মিথ্যা খুজে বে্র করতে হয়। প্রায়শ, যেখানে সত্যকে মিথ্যা হিসেবে চালিয়ে দেয়া হয়, ভীষন ভুল করে।
এই ভুলগুলোই একসময় সত্য হয়ে যায়। তখন সত্য হয়ে যায় মিথ্যা, আর মিথ্যা হয়ে যায় দিবালোকের ন্যায় পরিষ্কার! এই মিথ্যের জন্য ট্রুয় নগরীও ধবংস হতে পারে।
আছে মিথ্যে বিশ্বাস। যে বিশ্বাসের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত। অথচ সত্য খুজের দেখবার সময় নেই তার।
আচ্ছা সত্য কি কেউ কখনো খুজে দেখেছে? হয়ত যে সত্য খুজে বেড়ায় সেই আসল সত্যবাদী।
আছে ভালোবাসার মিথ্যে। ভাললাগার মিথ্যে। জগতের সবচেয়ে বড় মিথ্যা মনে হয়, “I love you!” । যা অনুভব করিনা তা প্রমানের মিথ্যে! যে যত ভাল পারবে সে তত ভাল প্রেমিক! সত্যিকারের ভালবাসা অথচ বিয়ের সময় বুকটা কাপে, ঠিক করলাম তো? কিংবা বিয়ের পর, “ তুমি আমাকে আর ভালবাসনা”।
“I love you” কথাটার মাঝে যেন লুকিয়ে আছে “want to have sex”।
নাহ ভালবাসা নিয়ে বেশী বলে ফেলছি। অনেকে আহত হতে পারেন। মিথ্যা মিথ্যি আহত। তারপর সেটা নিয়ে যুদ্ধও লেগে যেতে পারে।
কারণ মিথ্যে কখন সত্যি হয়ে যায় বলা যায় না।
তবে রাজনৈতিক মিথ্যা গুলা বেশী মজার। মিথ্যা বলাটা তাদের পেশা এবং ঐতিহ্য। তারা নিজেরা ব্যাপারটা বুঝে শুনেই মিথ্যা বলেন অথচ অনুজদের উনারা সত্যবাদী হবার পরামর্শ দেন। অনুজদের মধ্যে যারা সত্যবাদী হবার আপ্রাণ চেষ্টা করে তারা কিন্তু লাইফটাইম অনুজই থেকে যায়।
মাঝখানে যারা জায়গামত মিথ্যে বলে যায় তারাই এগিয়ে যায়। স্বদর্পে! চারপাশের দিকে তাকালেই “স্বদর্প” শব্দটি অনুভব করতে পারবেন।
আমরা সবাই প্রতিষ্ঠিত সত্যাবাদী, মাঝে মাঝে দুএকটা মিথ্যে বললে কি হয়? এখন একটু হাসব। মিথ্যে হাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।