আমাদের কথা খুঁজে নিন

   

আমড়া গরু জাবর কাটি, আমড়া ছাগল দুধ না খেয়েও নাচি।



কী নিয়া লেখুম রাজনীতি, এমর কাজ আর কে করে? জেলে যাবার সাধ হলে কেও রাজ নেতাদের ফেও ধরে। তার ছেয়ে বরং জাবর কাটি চতুস্পদের মত হাটি কোরবানি হই সেও ভালো ক্রস ফায়ারের থেকে। চোরকে যদি চোর বলি কোন চোর যে যাবে বেঁকে! তখন আমার কম্ম হবে সারা ঐ চোরেরা সব সব কিছু নিক সেকে- তবু মোদের জান বাচাতে জাবর কাটাই সারা। এক জনে কয় বাবার বাড়ি এক জনে কয় স্বামীর- চোলাচুলির ননদ ভাবি হইছে দেশের আমির। আম জনতা আমড়া কাঠের ঢেকি- পাঁচ পাড়া দেয় কেও জাতি বোন কেও ভাবি সাব পাঁচ পাড়া দেয় কেও রাজাকার কেও বা দালাল কেও বা আবার ধর্মহীনের তকমা লাগায় একি? মোদের কে বলে ভাই কিচ্ছুটি নাই অনেক কিছুই আছে- টিনের চালের বাবা মুজিদ ছয় তালাতে নাচে। দফ্তর হীন বিলাই দাদা ময়দা মেখে হইছে সাদা ৪- হাজার কোটি নয়তো কিছুই আবুল দাদার কাছে। কত প্রেমিক দেশের তরে আস্ত সেতু খায় রাজ পুত্তুর কর্দমিত পদ্মা জলের কাদায়। ---------------------- ---------------- তার চেয়ে বরং নীতির বচন বাদ আমরাও ভাই চল সবাই দুই দলেতে ঢোকি- খোলেই যাবে ভাগ্য তালা দোয়ারে শির ঠুকি। বাকিটা অন্যদিন== ভয় করে, তাই ডরাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।