কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
কোন অশুভ ছায়া পড়লো শেয়ার বাজারে?
দৈনিক লস গুনতাছি হাজারে হাজারে।
বিনিয়োগকারীরা আজ মানে না কোন বাঁধা,
পুঁজি যা ছিলো কমে হয়ে গেছে আধা।
আমি চরম ও পিয়াশে দ্বারে যেই নদ,
তাই শুকাইয়া হয় মরুপথ।
ফাটা কপাল যাতে কারো না হয় আমার মতন,
এতদিন ভালোই ছিল আমি নামলাম ঘটলো পতন।
তবে আমিই বুঝি সেই অশুভ ছায়া,
এখন ইনভেস্ট করতে পারেন খায়া না খায়া।
আমার মত পুটি বিনিয়োগকারীরা পড়ছে ফাদে,
মূল্য সূচক দেখে হাউমাউ করে কাঁদে।
এদিকে বোয়ালরা ঠিকই বেছে নিয়েছে ঝোপ,
এক্কেবারে জায়গামত বসিয়ে দিবে কোপ।
না জানি আর কত দিন এভাবে থাকতে হবে ঝুলে,
তাই আপাতত শেয়ারের কথা গেলাম ভুলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।