আমাদের কথা খুঁজে নিন

   

আজকা কিন্তু আমার লেখাকে প্লাস/মাইনাস দিলে অন্য অর্থ হইব। হা.......হা.....হা।



আজ বাংলা ব্লগ দিবস। সামু অফিসে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বর্ননাত্মক কিছু লেখার উদ্দেশ্য নয়। তবে যারা সেখানে যাচ্ছেন তারা অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপভোগ করেন এবং সাফল্য মন্ডিত করে তুলবেন আশা করি। আমরা যারা অনেক দুরে আছি সময় স্বল্পতা, আর্থিক সমস্যা ও নানাবিধ কারণে উপস্থিত হতে পারব না তাদের জন্য সেখান একটি লাইভ ব্লগ কাষ্ট (এরকম শব্দ আছে কিনা জানি না) প্রচারের ব্যবস্থা করবেন। যারা যাচ্ছেন তারা যাওয়ার আগে একটা প্লাস মাইরেন আর যারা যেতে পারছেন না তারা মাইনাস মাইরেন। আজকা কিন্তু আমার লেখাকে প্লাস/মাইনাস দিলে অন্য অর্থ হইব। হা.......হা.....হা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.