আমাদের কথা খুঁজে নিন

   

আজকা গার্মেন্টস কর্মীদের লাইগা আমার ভালোবাসা উৎরাইয়া উঠতাছে

আহ! আমি এক সুশীল ব্যাক্তি। আমার ফেসবুকে একাউন্ট আছে। টুইটারেও আছে। সামুতে ২/১ লাইন লেখার সুবাদে আমি আজকা নিজেরে ব্লগার বইল্যা পরিচয় দিয়া গর্ববোধ করি। আজকা আমার ফেসবুকে এক মরা গার্মেন্টস কর্মীর ছবি লাগাইছি।

সবাই ভাবছে আমি খুব ভালা একজন মানুষ। আমি শিক্ষিত। সবার মত আমিও আজ সাভারে ঘটে যাওয়া ঘটনায় (দুর্ঘটনা বলুন আর গণহত্যাই বলুন) নিহত গার্মেন্টস কর্মীদের প্রতি শ্রদ্ধা দেখাতে ১খান পিক্স লাগাইছি। আহ! এই সুবাদে আজ আমি এক সুশীল ব্যাক্তি। আমি সাভারে হেল্প চাইয়া বিভিন্য পেজে দেয়া পোষ্ট গুলো কবি কইরা, শেয়ার কইরা সবার মাঝে ছড়ায়া দিছি।

বিকাশ কইরা ১০/২০ টাকা পাঠায়া বিরাট কিছু কইরা ফালাইছি। রাতে টক শো দেইক্ষা কিছু ডায়ালগ ও শিখছি, সেগুলা আজ আমার ফেসবুকে স্টেটাস দিয়া খুব বাহ বাহ পাইছি। আহ! এই সুবাদে আজ আমি এক সুশীল ব্যাক্তি। কিছুদিন আমি ফেসবুকে রানার ছবি পাইছি। রানারে গালি দিয়া নিয়মিত পোষ্ট/স্টেটাস আপডেট দিছি।

রানার পিক্স এ রঙ লাগায়া বন্ধুদের বাহ বা পাইছি। আজকে রানা গ্রেফতারের পর আমি যার পর নাই আনন্দিত হইছি। তার সরবোচ্চ শাস্তি দাবী করছি। তারে হেলিকপ্টারে কইরা ঢাকায় আনায় নিন্দা জ্ঞাপন করছি। আর এই সুবাদে আজ আমি এক সুশীল ব্যাক্তি।

আগামীকাল আমাগ এলাকায় নিহত গার্মেন্টস কর্মীদের স্বরণে ও রানার ফাসীর দাবীতে একখান শোক র‍্যালী হইব। আমি নিজে দাওয়াত পাইছি। আমার বন্ধু বান্ধব দেরকেউ কইছি। কালকা র‍্যালী তে সবার সামনে থাকমু। পত্রিকায় আমার গলা ফাটানু স্লোগান এ টানা দেয়া গলার রগ আর মুষ্ঠিবদ্ধ হাত উপরে তোলা ছবি আইব।

চান্স পাইলে টিভি ক্যামেরার সামনে ২/১ কথা কমু। না পাইলে অন্যজনের সাইডে খারামু। আমার বন্ধু/আত্বীয়েরা পেপার/টিভিতে আমার ছবি দেইখা কইব অই দেখ অই দেখ লাবিব রে দেখায়। আমার ছোট বইনের বড় পোলা। বন্ধুরা কইব, দেখ দেখ লাবিব রে দেখায়।

আমরা এক লগে এক কেলাসে পড়তাম। হুম! আজ এই সুবাদে আমি এক সুশীল ব্যাক্তি। কিন্তু, সত্য কথা এই আমি গার্মেন্টস কর্মীদের বরাবরের মতই ঘৃণা করি। তাদের দেখলে নাক ছিটকাই। আমার মনের মধ্যে তাদের জন্য নূন্যতম দয়ামায়া বলতে কিচ্ছু নাই।

তারা মরুক আর বাচুক আমার কিচ্ছু আসে যায় না। তাই বলে, দয়া করে কেউ ভুলে যাবেন না, আমি এক সুশীল ব্যাক্তি। খোমাবই এ আমিঃ https://www.facebook.com/labib.ittihadul একই সাথে প্রকাশিত Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.