আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
অফিস মেলাদিন পর ফাকি দিলাম। কয়েকটা সাইট দেখতে পাঠাইছে, তার মধ্যে একটা বাড়ির কাছে। নাইমা দেইখা দুইখা কলিগরে কইলাম খোদা হাফেজ।
বাড়ীত আইসা দুই তিনটা ফোনে কাম সাইরা এখন বইসা বইসা বোলগাই!
বোলগানিতে আগের মতো মজা নাই!
সেই ক্রাউড মিস করি, মিস করি গ্রুপের পুলাপান।
যখন দেখি কাল বৈশাখী আসে তখন মনে হয় আমার জীবনেও এমন কাল বৈশাখী আছিলো। সব লন্ড ভন্ড কইরা দিলো।
অনেক কিছু হারাইছি, হয়তো হারনোর জন্যই পয়দা হইছি! কিছু হয়তো পাইছিলাম এখন তারাও নাই!
কি করনের আছে, কিছুই করনের নাই! একসময় তেমন কিছু ছিলো না তবুও আনন্দে ছিলাম, এখনও তেমন কিছু নাই তবে আনন্দটা তেমন নাই!
অনেক কিছু করতে হবে, অনেক কিছু দেখাতে হবে। তবে একটা ব্যাপার জানি আল্লাহ সব চেয়ে বর ন্যায় বিচারক। আমার যা হয়েছে সেমজিনিস অন্যেরও হয়েছে।
আসলে চরাই উৎড়াই নিয়াই জীবন।
এখন আর ভালো লাগে না, সামনে আমার অনেক গুড নিউজ, তাই চুপচাপ সেগুলোর জন্য অপেক্ষা করি! না পাওয়ার বেদনা থাকুক না পাবার জায়গায়! কিছু উৎসর্গ করেছি, করবো হয়তো আরো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।