আমাদের কথা খুঁজে নিন

   

'জন্মই আমার আজন্ম পাপ'

আমাকে মূল্য মানুষ কেনো দেবে, আবার বাবা তো নন সরকারি চাকুরে কিংবা উচ্চপদস্থ কোনো র্কমর্কতা। পুজবিাদী বা শল্পিপতওি নন। নন কোনো একান্ত বাধ্যানুগত আমলা কোনো দলরে তুখোর রাজনীতবিদি, কোনো নামকরা সন্ত্রাসীও নয়, চোররে মালও ভাংগনে না। সুদঘুষ আর কালোবাজারী কী জানেন না, শহররে উপকণ্ঠে ভূমদিস্যুদের সংঘবদ্ধ দলের নন কোনা সক্রয়ি সদস্য, তাহলে মানুষ কেনো, কোন দুকখে আমাকে ভয় পাবে কিংবা মূল্য দেবে কিংবা ঠুকবে সালাম । আমার বাবা একজন মাটির সন্তান, ধুলোজল আর প্রখর খররৌদ্র সঙ্গী তার, কাদা ছেকে ছেনে তার ভতির প্রোথতি করেন ফসলরে বীজ।

আবহমান কৃষক । তাই বুঝি আমার কোনো মূল্য নেই ? আমাকে কেউ দাম দেয় না। আমি বড় অপাংক্তেয় বাস করি এই এই সমাজের বদ্ধ কুঠুরিতে। । আমি দুফোটা কষ্ট কষ্ট নিয়ে আকাশ দেখি, দাউদ হায়দারকে মনে হয় ' জন্মই আমার আজন্ম পাপ' এই চরণ মুখে নিঃসরিত হতেই দুচোখ বেয়ে প্রপাত ঢল নামে, মেঘেরা ভর করে তখন আমার বুকের পরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.