শেষ পর্যন্ত নামটা পাল্টে গেছে । আমি কখনও ই ওটাকে ঐ নামে
ডাকতাম না। বলতাম ঢাকা বিমানবন্দর । আমার বলার যুক্তি আছে।
আপনারা যারা লন্ডন কিংবা নিউইয়র্ক বিমানবন্দরের টিকিট/লাগেজ ট্যাগ
দেখেছেন , তারা জানেন লন্ডন এয়ারপোর্ট কে LHR কিংবা নিউইয়র্ক
বিমানবন্দরকে JFK নামে অভিহিত করা হয় ।
আর ঢাকা কে আগে DAC বলা হতো। পরে নাম পাল্টে DHAKA
হবার পর তা বদলে DHK লেখা হচ্ছে ।
এখনও ট্যাগে / টিকিটে DHK ই লেখা হয়।
নাম পাল্টে হযরত শাহজালাল (রঃ) বিমান বন্দর করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ট্যাগ কিন্তু ঠিকই থাকছে।
জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন অবৈধভাবে। দেশের আদালত তা সুনির্দিষ্ট ভাবে রায় দিয়েছে।
কোনো অবৈধ শাসকের নামে দেশে কোনো স্থাপনা থাকতে পারে না।
থাকা উচিৎ নয়।
'' এরশাদ আর্মি স্টেডিয়াম'' এর নাম অনেক আগেই
মুছে দিয়েছে বাংলার জনগণ ।
এদের জন্মই ছিল আজন্ম পাপ ।
মহাকাল এদের নাম মুছে দেবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।