আমার ব্যক্তিগত ব্লগ
আমার জন্ম হয়েছিল ঢাকা মেডিকেলে। প্রথম দুজন মানে আমি আর আমার বড় বোনের জন্ম ওখানে। এই ট্র্যাডিশনের শেষ এখানেই। আপনাদের বড় বিলাই আর আমার ছোট বোনের জন্ম সৌদি আরবে। এরপর আবার বাংলাদেশ।
আমার ছোট ভাইয়ের জন্ম ঢাকায়।
এবার আসি এরপরের জেনারেশনে। আমার বড় বোনের ছেলে তামিমের জন্ম ফরিদা ক্লিনিকে। এই থেকেই শুরু। এরপর আমার ছেলে শাফিন, আরোও পরে ছোট বোনের মেয়ে "দিয়া"র জন্মও এই ফরিদা ক্লিনিকে।
রিক্সা দিয়ে শান্তিনগরের মধ্য দিয়ে যাওয়ার সময় দুই ভাইকে বলা হয়, তোমাদের জন্মস্থান এখানে।
ফরিদা ক্লিনিকের বদনাম একেবারে নেই তা না। তারপরও ড: ফরিদা ম্যামের প্রতি একটা আস্থা এসে গেছে। এজন্য নিজেরা তো যাই, আর কাউকে পরামর্শ দিতে হলেও বলি ওখানে যেতে। আর বিখ্যাত ড: টি এ চৌধুরি তো আছেনই ওখানে (ফরিদা ম্যাডামের হাসবেন্ড)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।