ফরিদা পারভীন কিছুদিন আগে একটা তর্ক তুললেন শাহ আবদুল করিম বাউল না। উনি লালনের গানের আসল শিল্পী। এইসব ব্লাব্লাব্লা! কিন্তু যখন কোথাও লালনকে নিয়ে পড়ি তখন বিস্মিত হতে হয় লালনের গানের কথা কী পরিমাণে উনার মুখে এসে বদলে গেছে! কিছু কিছু জায়গায় এই বদলে যাওয়াটা প্রায় বিকৃতির পর্যায়ে পরে। লালনের গানের প্রামাণ্য পাঠ হয়ত কিছুটা কষ্টসাধ্য তবু এই ধরণের বিকৃতি মেনে নেয়া যায়না। যেমন, এই মুহূর্তে তার গাওয়া বিখ্যাত গানটা "সময় গেলে সাধন হবে না" গানটার কথা মনে পড়ছে।
"দিন থাকিতে দিনের সাধন" আর "দিন থাকিতে তিনের সাধন" এর মাঝে অনেক ফারাক। "তিনের সাধন" বাউল সাধনারই একটা অঙ্গ। তাই এই ধরণের বিকৃতি খুব ভয়াবহ। আর উল্লেখযোগ্য কারণেও ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এই ফরিদা পারভীনই আমাদের ড্রয়িং রুমের লালন হয়ে উঠেছেন!
আবদেল মাননান এর লালন সমগ্র আর ফরিদা পারভীনের গাওয়ার মধ্যে পার্থক্যটা তুলনা করলেই বোঝা যাবে বিকৃতিতা কী পর্যায়ের।
লালন সমগ্রতে আছে-
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না। ।
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।
।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না। ।
অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না। ।
আর ফরিদা পারভীনের গাওয়া-
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না
তুমি কেন জানলে না।
জানোনা মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
কি হবে আর বাঁধাল দিলে
মোহনা শুকনা
বিলের মোহনা শুকনা।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জোরে
ফল ধরে না,
তাতে ফল ধরে না।
।
অমাবশ্যা পূর্ণিমায় হয়
মহাযজ্ঞে দিনে উদয়
লালন বলে তাহার সময়
দন্ড রয় না
ফরিদা পারভীন হয়ত জেনে থাকবেন, লালন অনুসারীরা লালনের গানের কথাকে "কালাম" বলেন। উনি জেনেশুনেই বিশ বছরেরও অধিক কাল সময় ধরে এইসব বিকৃতি ঘটিয়ে চলছেন। এজন্য উনার কোন অনুতাপ আছে বলেও শুনিনাই। নিজেকে উনি লালনগীতির "এলিট" শিল্পী বনে গেছেন!
যাই হোক, আগ্রহীদের জন্য দুইজনের কন্ঠে এই গানটার ডাউনলোড লিঙ্ক দিলাম।
নবনীতা চৌধুরী গাওয়া
ফরিদা পারভীনের গাওয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।